eaibanglai
Homeএই বাংলায়কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আদিবাসী মহিলা শ্রমিকদের কাজ থেকে বহিষ্কারের অভিযোগ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আদিবাসী মহিলা শ্রমিকদের কাজ থেকে বহিষ্কারের অভিযোগ

সন্তোষ কুমার মণ্ডল,কাঁকসাঃ- কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আদিবাসী মহিলা শ্রমিকদের কাজ থেকে বহিষ্কারের অভিযোগ। কাজ ফিরে পাওয়ার দাবিতে পানাগড় শিল্প তালুকের রাস্তা অবরোধ করে কারখানার সামনে বিক্ষোভ আদিবাসী সমাজের। মঙ্গলবার সকাল থেকে দিনভর কারখানার গেটের সামনে তির ধনুক হাতে বিক্ষোভে দেখাল দিশম আদিবাসী গাঁওতা সংগঠনের সদস্যরা।

বিক্ষোভরত আদিবাসী সমাজের সদস্যরা এদিন দাবি করেন, এলাকার বহু মানুষ জমি দিয়েছেন কাজের জন্য। কিন্তু জমিদাতাদের মধ্যে আদিবাসী সম্প্রদায়ের মানুষরদের কাজে নেওয়া হচ্ছে না। বরং বাইরে থেকে শ্রমিক এনে কারখানায় কাজ করানো হচ্ছে। এছাড়াও এদিন যে বেসরকারি কারখানার সামনে বিক্ষোভ দেখানো হয়, অভিযোগ সেই কারখানার আধিকারিকরা আদিবাসী মহিলা শ্রমিকদের কুপ্রস্তাব দিচ্ছেন। আর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাদের কাজ থেকে বার করে দেওয়া হয়েছে। যতক্ষন না পুনরায় আদিবাসী মহিলা শ্রমিকদের কাজে ফেরানো হোচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালাবেন বলে হুঁশিয়ারি দেন। এমনকি প্রয়োজন পড়লে তারা কারখানার গেটে তালা ঝুলিয়ে দেবেন বলেও জানান।

ঘটনাকে কেন্দ্র করে পানাগড় শিল্প তালুকে উত্তেজনার সৃষ্টি হলে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ ও কমব্যাট ফোর্স এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments