eaibanglai
Homeএই বাংলায়অবশেষে তিন সিলিকোসিস রোগীকে মান্যতা দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর

অবশেষে তিন সিলিকোসিস রোগীকে মান্যতা দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর

সন্তোষ কুমার মণ্ডল,সালানপুর:– অবশেষে আসানসোলের সালানপুর ব্লকের বরাভূই গ্রামের তিনজনকে সিলিকোসিস রোগী হিসেবে মান্যতা দিল রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর। দেওয়া হল পরিচয় পত্র। এরফলে পেনশন সহ বিভিন্ন সরকারি সুবিধা পাবেন ওই রোগীরা।

অভিযোগ সালানপুর ব্লকের পাথর কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে অনেকেই এই রোগে আক্রান্ত। যার জেরে মৃত্যুও ঘটছে। অথচ অধিকাংশ ক্ষেত্রেই ওই শ্রমিকদের টিবি রোগী বলে চিহ্নিত করে দেওয়া হচ্ছে। বরাভূই গ্রামের আক্রান্ত তিন জনেরও, সুবুধান মারান্ডি(৫৪),নির্মাল রায়(২৮),রবি মুর্মূ(৪০) এতদিন টিবি রোগের চিকিৎসা চলছিল। বিষয়টি নিয়ে কয়েকদিন আগেই সরব হন বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল। তিনি বরাভূই গ্রামে গিয়ে রোগীদের সঙ্গে দেখা করে কথা বলেন ও পাশে থাকার আশ্বাস দেন। তিনি অভিযোগ করেছিলেন রাজ্য সরকার দায়িত্ব থেকে পালাতে এইসব রোগীদের টিবি রোগী বলে চালাচ্ছে। এলাকায় অতিরিক্ত দূষণের জন্য সিলিকোসিসি রোগী বেড়ে চলেছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী সহ স্বাস্থ্য দপ্তরে লিখিত অভিযোগ জানাবেন বলেও জানিয়েছিলেন। এরপরই নড়েচড়ে বসে রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং বরাভূই গ্রামের তিনজনকে সিলিকোসিস রোগী হিসেবে মান্যতা দিয়ে পরিচয় পত্র দেয়।

২০২৩–এর ২৭ জুন সিলিকোসিস রোগী নিয়ে রাজ্যের তরফে সর্বশেষ ঘোষণা অনুযায়ী জীবিত থাকাকালীন এই রোগে আক্রান্ত রোগীদের পুনর্বাসনের জন্য দু’ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে। এ ছাড়া সিলিকোসিসে আক্রান্ত ব্যক্তি প্রতি মাসে ৪ হাজার টাকা করে পেনশন পাবেন। রোগীর মৃত্যু হলে তাঁর পোষ্য প্রতি মাসে পেনশন পাবেন সাড়ে তিন হাজার টাকা।

সিলিকোসিস মূলত একটি ফুসফুসের রোগ যা সিলিকন ডাই অক্সাইড বা সিলিকার অতি ক্ষুদ্র স্ফটিক কণা নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসে গিয়ে ফুসফুসকে দুর্বল করে তোলে। রোগীর শ্বাস নিয়ে অসুবিধা হয়। চিকিৎসার দ্বার এই রোগ নিয়ন্ত্রণ করা গেলেও নিরাময় করা যায় না। সাধারণত পাথর খাদান এলাকায় কাজ করা শ্রমিকদের মধ্যে এই রোগের প্রদুর্ভাব দেখা যায়। আসানসোলের সালানপুর ব্লকের বিভিন্ন জায়গায় পাথর গুঁড়ো করার অন্তত ১০টি কারখানা রয়েছে। সেই দূষণ থেকেই ওই এলাকায় সিলিকোসিস রোগীর সংখ্যা বাড়ছে বলে অভিযোগ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments