নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মৃত্যুর ছ’বছর পরে এখনও অধরা দোষীরা। এবার তাঁর মৃত্যু বার্ষিকিতে কাঁকসার রূপগঞ্জের বিজেপির বুথ কমিটির সভাপতি প্রয়াত সন্দীপ ঘোষের পূর্ণবয়ব মূর্তি বসালো। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে এই মূর্তি বসানো হয়েছে বলে জানিয়েছে শহীদ সন্দীপ ঘোষ স্মৃতি রক্ষা কমিটি। সোমবার প্রয়াত সন্দীপ ঘোষের বাবা বিজয় ঘোষের উপস্থিতে মূর্তি উন্মোচন করা হয়। মূর্তিতে মাল্যদান করে তাঁকে সম্মান জানান বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা, সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত সহ বিজেপি নেতৃত্বরা।
এদিন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন,”অবৈধ কারবারিদের বিরুদ্ধে গর্জে উঠেছিল সন্দীপ ঘোষ। তাই তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। বিদবিহারের জাঠগড়িয়া,মলানদিঘী, গোপালপুরের যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের ২০২৬ এর মধ্যে তাদের জেলে যেতে হবে। আমরা কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই সিবিআই তদন্তের আর্জি করেছি। সিবিআই তদন্ত হবেই। শাস্তি পাবেই দোষীরা।”জেলা সভাপতি অভিজিৎ তা বলেন,”আমাদের আস্থা আছে আইনের উপর।”
প্রসঙ্গত ২০১৮ সালের ৯ ডিসেম্বর কাঁকসার রূপগঞ্জের বিজেপির বুথ কমিটির সভাপতি সন্দীপ ঘোষ খুন হন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে তাকে খুন হতে হয়েছিলেন বলে অভিযোগ।