eaibanglai
Homeএই বাংলায়কাঁকসার বিদবিহারে পালিত তৃণমূলের শহীদ দিবস

কাঁকসার বিদবিহারে পালিত তৃণমূলের শহীদ দিবস

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বাম জামানায় ১৯৯৮ সালের ১২ ডিসেম্বর কাঁকসার বাসুদেবপুর গ্রামের ৪জন তৃণমূল কর্মীকে খুন করা হয়। গোটা গ্রাম আগুনে লাগিয়ে দেওয়া হয়, সেই আগুনে ভস্বীভূত হয় গ্রাম। তৎকালীন বাম সরকারে সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে খুন ও আগুন লাগানোর অভিযোগ ওঠে। ওই ঘটনার পর এলাকা পরির্দশন করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর নির্দেশেই প্রতিবছর ১২ ডিসেম্বর দিনটি কাঁকসা অঞ্চলে শহীদ দিবস হিসেবে পালন করে তৃণমূল কংগ্রেস।

শুক্রবার কাঁকসার বাসুদেবপুরে পালিত হল তৃণমূলের শহীদ দিবসের অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন গোলসির বিধায়ক নেপাল ঘোরুই, ব্লক তৃণমূলের সভাপতি নবকুমার সামন্ত সহ কাঁকসা ব্লক তৃণমূলের কর্মী সমর্থকরা। এদিন শহীদ শঙ্কর ঘোষ,লক্ষী নারায়ণ ঘোষ, নব গোপাল ডোম ও অমর গোস্বামীর মূর্তিতে মাল্যদান করে তাঁদের শ্রদ্ধা জানান সকলে।

পরে বিদবিহার গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন সূত্রধর বলেন,”বাম আমলে আমাদের একনিষ্ঠ কর্মীরা খুন হয়েছিলেন। সেই জন্যই আমরা এই শহীদ দিবস পালন করি। শহীদদের পরিবারের পাশে সবসময় আছে আমাদের সরকার।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments