eaibanglai
Homeএই বাংলায়খালিস্তানি মন্তব্যঃ জাতীয় সড়ক অবরোধে শিখ সম্প্রদায়ের দুর্গাপুরে

খালিস্তানি মন্তব্যঃ জাতীয় সড়ক অবরোধে শিখ সম্প্রদায়ের দুর্গাপুরে

সংবাদদাতা, দুর্গাপুরঃ- এ রাজ্যে ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি এ অভিযোগ বহু দিন ধরেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছিল। এরই মধ্যে সন্দেশখালি কাণ্ডে রীতিমত অস্বস্তিকর পরিস্থিতিতে বিজেপির নেতাকর্মীরা। সন্দেশখালিতে কর্তব্যরত শিখ আইপিএস অফিসারকে ‘খলিস্থানি’ মন্তব্য! বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুলে তোলপাড় রাজ্য রাজনীতি।

ধর্মে আঘাত করছে বিজেপি এই অভিযোগ তুলে দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শিখ ধর্মের মানুষরা। এই আন্দোলনকে সমর্থন করলেন তৃণমূল নেতৃত্ব। এদিনের এই বিক্ষোভের তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকর্মীদের লক্ষ্য করা নিয়ে যে লক্ষ্য করা গিয়েছে। এদিনের এই বিক্ষোভের তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা শান্তনু সোম, বান্টি সিং সহ একাধিক বিশিষ্ট তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ১০ মিনিট ধরে চলে অবরোধ। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে, এই অভিযোগ তুলে জাতীয় সড়কের টায়ার জ্বালিয়ে এবং শুভেন্দু অধিকারীর ছবি জ্বালিয়ে তুমুল বিক্ষোভ শুরু করে দেন।

সেন্ট্রাল কমিটির সভাপতি তেজেন্দর সিং অভিযোগ তোলেন, “সন্দেশখালিতে শুভেন্দু অধিকারীকে বাধা দেয় পুলিশ। তখনই কর্তব্যরত শিখ আইপিএস অফিসার যশপ্রিত সিংকে খালিস্থানি বলে বিজেপি নেতৃত্ব বলে অভিযোগ। এই ঘটনার সাথে অগ্নিমিত্রা পাল এবং শুভেন্দু অধিকারী যুক্ত বলেও অভিযোগ তোলেন। শিখ ধর্মের মানুষ হয়েও চুপ করে আছেন বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেও অভিযোগ তোলেন।” অবাক করার বিষয় হলো যেখানে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে রয়েছেন একজন শিখ ধর্ম অবলম্বী সাংসদ, সেখানে শিখ সম্প্রদায়ের এই আন্দোলন কেন তাকে এ বিষয়ে বিক্ষোভ দেখানো হলো না এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলের একাধিক নেতাকর্মীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments