এইবাংলায় ওয়েবডেস্কঃ– প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার সকালে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিপিএমের এই প্রবীণ নেতা। পশ্চিমবঙ্গের ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন।
সকালে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য। তিনি জানান এদিন সকালে প্রাতরাশও করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সকাল ৮টা ২০ মিনিটে প্রয়াত হন।
পূর্বসূরি জ্যোতি বসুর মতোই মরণোত্তর দেহদান করে গিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। সিপিএমের তরফে জানানো হয়েছে শুক্রবার শেষযাত্রার পরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ দান করা হবে এনআরএস হাসপাতালে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এদিন জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টায় আলিমুদ্দিন স্ট্রিটের দফতরের আনা হবে তাঁর দেহ। সেখান থেকে বিকেল ৪টের সময় শুরু হবে শেষযাত্রা। তবে তার আগে বৃহস্পতিবারই প্রয়াত মুখ্যমন্ত্রীর চক্ষুদান প্রক্রিয়া সম্পন্ন হয়।