eaibanglai
Homeএই বাংলায়কলকাতা বইমেলায় প্রকাশিত হলো সাতজন কবির কাব্যগ্রন্থ

কলকাতা বইমেলায় প্রকাশিত হলো সাতজন কবির কাব্যগ্রন্থ

সূচনা গাঙ্গুলী,কলকাতাঃ- কথা ছিল নিজের লেখা ‘দুই নারী’ সদ্য সমাপ্ত কলকাতা আন্তর্জাতিক বইমেলায় দিনের আলোর মুখ দেখবে। যান্ত্রিক ত্রুটির জন্য সেটা সম্ভব না হলেও গত বছরের সাড়া জাগানো মনস্তাত্ত্বিক উপন্যাস ‘অন্তর্লীন’ এর লেখিকা গোপা ভট্টাচার্যের উদ্যোগে গত ১১ ফেব্রুয়ারি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তারই প্রতিষ্ঠিত সাহিত্যচর্চা গোষ্ঠী ‘আনন্দমেলা’-র সাতজন কবির প্রথমবারের জন্য সাতটি ভিন্ন স্বাদের একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।

নিজের ছয় মাসের নাতির বেড়ে ওঠা ও প্রতিক্রিয়াকে কেন্দ্র করে করবী সাঁতরার ‘শিশু’, সঞ্চারী চক্রবর্তীর অণুগল্প গুচ্ছ ‘৯ এ নয় কল্পনা’, এবং ত‍ৎসহ চুমকি চ্যাটার্জীর ‘উত্তরণ’, প্রতিমা ভট্টাচার্যের ‘শ্রেষ্ঠ উপহার’ রবীন্দ্রনাথ মণ্ডলের ‘কবিতার নকশা’, রবীন্দ্রনাথ বিশ্বাসের ‘প্রেম আছে প্রিয়া নেই’ ও মায়া ঘোষ মাইতির ‘জোনাক জ্বলে রাতে’ কাব্যগ্রন্থ ইতিমধ্যেই পাঠক মহলে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি করেছে।

আমরা সত্যি আপ্লুত এবং আনন্দিত এমন সম্মান প্রদানের জন্য৷ অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও শুভকামনা রইল সকলকে, বিশেষ করে আমাদের প্রিয় কবি গোপা ভট্টাচার্যকে – বই প্রকাশ অনুষ্ঠানে এভাবেই নিজেদের প্রতিক্রিয়া জানালেন করবী দেবী সহ অন্যান্য কবিরা। প্রত্যেকেই একক কাব্যগ্রন্থ প্রকাশ করার সুযোগ পেয়ে খুব খুশি।

অন্যদিকে গোপা দেবী বললেন – প্রতিবছরই আমার লেখা একক বই বা কবিতা বিভিন্ন সংকলনে প্রকাশিত হয়। অনিবার্য কারণে এবার সেটা সম্ভব হয়নি। সেইজন্য মনের মধ্যে একটা দুঃখ থেকে গিয়েছিল। কিন্তু যখন আমারই গোষ্ঠীর সুপরিচিত কবিদের একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয় তখন সমস্ত দুঃখ আনন্দে পরিণত হয়। সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট প্রকাশন সংস্থার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments