eaibanglai
Homeএই বাংলায়এবার পুজোয় শ্রদ্ধা মিউজিকের নিবেদন 'গানের দেবী লতা মঙ্গেশকর'

এবার পুজোয় শ্রদ্ধা মিউজিকের নিবেদন ‘গানের দেবী লতা মঙ্গেশকর’

নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ– এবার পুজোয় শ্রদ্ধা মিউজিকের নিবেদন ‘গানের দেবী লতা মঙ্গেশকর’। শারোদৎসবের প্রাক্কালে নবরাত্রি-র দ্বিতীয় দিনে কলকাতা প্রেস ক্লাবে এই মিউজিক ভিডিও অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে একসময়ের টলিউড তারকা তথা বারাসাত বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক চক্রবর্তী ওরফে চিরঞ্জিত চক্রবর্তীর উপস্থিততে এই অ্যালবামটির প্রকাশ করা হয়।

‘গানের দেবী লতা মঙ্গেশকর’ নামাঙ্কিত অ্যালবামে রয়েছে মোট পাঁচটি গান, তার মধ্যে বলিউডের বিশিষ্ট গায়িকা সাধনা সরগমের কণ্ঠে রয়েছে একটি গান। যে গানের (‘তোমার আমার সবার প্রিয়…’) মাধ্যমে শ্রদ্ধার্ঘ জানানো হয়েছে গানের দেবীকে। এদিন তাঁর গানটিই প্রথম মিউজিক ভিডিও রূপে লোকার্পণ করা হয়। সাধনা সরগমের পাশাপাশি এই অ্যালবামের আরও চারটি গান গেয়েছেন যথাক্রমে -তানিয়া দাস( ‘মিঠা পান’), প্রিয়াঙ্কা মিত্র(‘শেষের কবিতা’) জোজো নাথানিয়াল (‘হে রুবি প্রেম তো জমল না..’) এবং ‘অনুপমা দেশপাণ্ডে (‘পান্তা ভাতে নুন’)। পাঁচটি গানের মধ্যে দুটো করে গান লিখেছেন শ্যামল সেনগুপ্ত এবং কাজল সুপ্রিয় চ্যাটার্জি, যদিও প্রত্যেকটা গানেই সুর সংযোজনা করেছেন বাবুল বোস।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments