অর্পিতা ঘোষ, কলকাতা -: কলকাতার সুপরিচিত ‘কাব্যতরী’ সাহিত্য পরিবারের উদ্যোগে কলেজ স্ট্রীটের ‘ত্রিপুরা হিতসাধনী সভামঞ্চে’ সারা বাংলা হৈমন্তী কবিতা উৎসব -২০২৫ পালিত হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৯০ জন কবি সাহিত্যিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিদের হাত ধরে অনুষ্ঠানে একটি গল্প সংকলন ও একটি কাব্য সংকলন প্রকাশিত হয়।
অনুষ্ঠানে ৬০ জন কবি স্বরচিত কবিতা পাঠ করেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে তাদের গলায় উত্তরীয় পরিয়ে এবং বুকে সংস্থার ব্যাজ এঁটে বরণ করা হয়। প্রত্যেকের হাতে পত্রিকা ও স্মারক তুলে দেওয়া হয়। সাহিত্য সম্পর্কে প্রবীণ কবিদের মননশীল আলোচনা অনুষ্ঠানটিকে অন্য উচ্চতায় পৌঁছে দেয়। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত প্রশাসক তথা কবি ও সাহিত্যিক ড. সুকান্ত কর্মকারের প্রতিকৃতিতে মাল্যদান করে তার উদ্দেশ্যে একমিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি-সাহিত্যিক দেবনারায়ন দাস, শঙ্খচুড় চক্রবর্তী, পিনাকী বসু, অমিতাভ মিত্র নিগমানন্দ মণ্ডল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিমাই মণ্ডল এবং বিশিষ্ট বাচিক শিল্পী রনিতা মল্লিক। পত্রিকার সম্পাদক প্রবীর চৌধুরী উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


















