নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া : পুজোর প্রাকমুহুর্তে বড়োসড়ো নাশকতা এড়াতে দিনভর নাকা চেকিং স্পিড চেকিং শুরু করল কোতুলপুর থানার পুলিশ । মোটরসাইকেল থেকে শুরু করে লরি , বাস, প্রাইভেট কার , কোনকিছুই বাদ পড়ছে না নাকা চেকিং এর হাত থেকে । গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হচ্ছে । স্পিড বেশি থাকলে তাদের সতর্ক করা হচ্ছে । বাঁকুড়ার শেষ প্রান্তে অর্থাৎ হুগলি শুরু হওয়ার একটু আগেই চেকপোস্টের কাছে চলছে নাকা চেকিং। গাড়ির কাগজপত্র এবং হেলমেট না থাকলে নেওয়া হচ্ছে আইনি পদক্ষেপ। বিষ্ণুপুর থেকে আগত আশীষ চ্যাটার্জীর নেতৃত্বে চলছে নাকা চেকিং। রয়েছে কোতুলপুর থানার পুলিশ।
ইতিপূর্বে কয়েকমাস আগে নাকা চেকিংয়ের সময় ব্যাগভর্তি বোম্ব উদ্ধার করে বড় সাফল্য মিলেছিল কোতুলপুর থানা পুলিশের। তাই এবারেও পুজোতে যাতে কোন রূপ গন্ডগোল না ঘটে তার জন্য বিন্দুমাত্র ঘাটতি রাখতে নারাজ কোতুলপুর থানার পুলিশ প্রশাসন। ইতিপূর্বে পুজো কমিটি গুলির সাথে একাধিক বৈঠক করেছে প্রশাসন। তাই এবারের পুজো আলাদা মাত্রা পাবে বলেই মনে করছে এলাকার মানুষ ।