eaibanglai
Homeএই বাংলায়কুলটিতে পুরকর্মী খুনের ব্লুপ্রিন্ট তৈরি জলপাইগুড়িতে, ধৃত তুতো বোন সহ ৩

কুলটিতে পুরকর্মী খুনের ব্লুপ্রিন্ট তৈরি জলপাইগুড়িতে, ধৃত তুতো বোন সহ ৩

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- কুলটিতে পুরকর্মী খুনের তদন্তে নয়া মোড়। কয়েক কোটি টাকা মূল্যের জমি হাতাতে দাদকে শ্যুটার দিয়ে খুনের পরিকল্পনা খুড়তুতো বোন ও তার স্বামীর। শিলিগুড়ি থেকে গ্রেফতার অভিযুক্ত। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ফরেনসিক দল।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে কুলটি থানার নিয়ামতপুরে রহমান পাড়ায় পুরকর্মী সৈয়দ জাভেদ বারিকে (৫৫) পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে মৃত সৈয়দ জাভেদ বারির বাবার জলপাইগুড়িতে কয়েক কোটি টাকা মূল্যের ৩২ কাঠা জমি আছে। সেই জমি নিয়ে তার খুড়তুতো বোন ও ভাইদের সঙ্গে বিবাদ চলছিল। একমাস আগে মৃতের এই খুড়তুতো বোন ও তার স্বামী আসিফ খান কুলটির নিয়ামতপুরে বাড়িতে এসে হামলাও চালিয়েছিল। এমনকি তারা জাভেদকে খুনের হুমকিও দিয়েছিলো বলে অভিযোগ।

তদন্তে নেমে ঘটনার দিন রাতেই কুলটি থানার পুলিশ ইন্তেখাব আলম নামে একজনকে গ্রেফতার করে, রহমান পাড়ারই বাসিন্দা। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে পুরকর্মী সৈয়দ জাভেদ বারিকে খুনের ব্লুপ্রিন্ট তৈরি হয় জলপাইগুড়িতে। সেই সূত্র ধরে জলপাইগুড়িতে পৌঁছয় কুলটি থানার পুলিশের তদন্তকারী দল এবং কোতোয়ালি থানার পুলিশের সাহায্যে ঘটনায় মূল চক্রী মৃত পুর কর্মীর খুড়তুতো বোন ফারহা নাজকে গ্রেফতার করে কুলটি নিয়ে আসে পুলিশ। গ্রেফতার করা হয় তার গাড়ির চালক সৈয়দ সাজিদ আখতারকেও।

এখনও যে দুজন শুটার জাভেদকে গুলি করেছিলো তারা ফেরার। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। পাশাপাশি মূল চক্রী ফারহা নাজের স্বামী আসিফ খানের খোঁজেও তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments