eaibanglai
Homeএই বাংলায়দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে কুলটিতে তৃণমূলের বিশেষ কর্মসূচি

দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে কুলটিতে তৃণমূলের বিশেষ কর্মসূচি

সংবাদদাতা,আসানসোলঃ-অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে আনুষ্ঠানিকভাবে খুলতে চলেছে দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বার । ওই দিন মুখ্যমন্ত্রীর হাতেই উদ্বোধন হবে বহু প্রতীক্ষিত এই জগন্নাথ মন্দিরের । তার আগে ২৯ এপ্রিল যাগ যজ্ঞ ধর্মীয় রীতিনীতি মেনে হবে প্রাণ প্রতিষ্ঠার আচার। এদিকে সেদিনটি অর্থাৎ -অক্ষয় তৃতীয়ার দিনটি আসানসোলে কুলটিতে বিশেষভাবে পালন করতে চলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার নিয়ামতপুর স্থিত তৃণমূল কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে বিষয়টি সকলের সামনে তুলে ধরেন কুলটি ব্লক তৃণমূলের মহিলা নেত্রী তথা আসানসোল পৌর নিগমের মেয়র পারিষদের সদস্য ইন্দ্রানী মিশ্র। তিনি জানান এই দিনটি বাঙলা তথা বাঙলাবাসীর জন্য একটি বিশেষ গর্বের দিন। সেই বিষয়টি মাথায় রেখে ওই পবিত্র দিনে কুলটি বিধানসভা এলাকার একাধিক মন্দিরে বিশেষ পুজো ও অর্চনা করা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য সরকারের উদ্যোগে সৈকত শহর দিঘায় পুরীর আদলে নির্মিত হয়েছে জগন্নাথ মন্দির ৷ এই মন্দিরের উচ্চতা ২১৩ ফুট, বিস্তৃত প্রায় ২২ একর জমিতে । মন্দির নির্মাণে খরচ হয়েছে প্রায় ২০০ কোটি টাকা । রয়েছে অতিথি নিবাস, প্রশাসনিক ভবন, অগ্নিনির্বাপক ব্যবস্থা, স্থানীয়দের জন্য স্বনির্ভর গোষ্ঠী ব্যবসার সুযোগ ।

নবান্ন সূত্রে খবর, মন্দির উদ্বোধনের পরেই তার পরিচালনার যাবতীয় দায়িত্ব তুলে দেওয়া হবে ইসকনের হাতে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments