eaibanglai
Homeএই বাংলায়সপ্তাহব্যাপী জল নেই, প্রধান পাইপ লাইনের ভাল্বের চাবি খুলে নিলেন মহিলারা

সপ্তাহব্যাপী জল নেই, প্রধান পাইপ লাইনের ভাল্বের চাবি খুলে নিলেন মহিলারা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পানীয় জলের তীব্র সংকটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল আসানসোলের কুলটি বিধানসভার ৫৯ নম্বর ওয়ার্ডের বরাকর দাসপাড়া এলাকা। অভিযোগ, গত এক সপ্তাহ ধরে ওই এলাকায় পানীয় জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ সমস্যার সমাধানে বারবার তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। ফলে পাড়ার মহিলাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এদিকে সমস্যার কথা জানাতে রবিবার তারা বরাকর ফাঁড়ি পুলিশের কাছে যায়। কিন্তু সমস্যার সমাধানের আশ্বাস না পেয়ে ক্ষুব্ধ মহিলারা পানীয় জল সরবরাহের প্রধান পাইপ লাইনের ভাল্বের চাবি খুলে নিয়ে যায়। এরফলে সমগ্র এলাকায় পানীয় জল সরবরাহে বিঘ্ন ঘটে। খবর পেয়ে বরাকর ফাঁড়ির পুলিশ এলাকায় পৌঁছয় এবং সমস্যা সমাধানের আশ্বাস দেয়। অবশেষে পুলিশের কাছে আশ্বাস পেয়ে মহিলারা চাবি ফেরত দেয়।

পুলিশের তরফে জানানো হয়, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব এলাকার পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হবে। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত সমস্যার স্থায়ী সমাধান না হলে তাঁরা ফের বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

প্রসঙ্গত এর আগেও পানীয় জল সরবরাহের দাবিতে এলাকাবাসী একাধিকবার রাস্তা অবরোধও করেছে। প্রতিবারই আশ্বাস মিললেও পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি বলে অভিযোগ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments