সংবাদদাতা, বাঁকুড়াঃ-
প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিল। বৃহস্পতিবার তৃণমূলের খাতড়া দলীয় কার্যালয়ের সামনে তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা জঙ্গলমহলের নেতা তথা বাঁকুড়া জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি জয়ন্ত মিত্র। এদিন খাতড়া ব্লকের সুপুর অঞ্চলের ডাবর ও মুড়াগ্রাম থেকে খাতড়ার দলীয় কার্যালয়ে এসে তৃণমূলে যোগ দিলেন। মুড়াগ্রাম গ্রামের শঙ্কর মন্ডল জানান, দলের শুরু থেকেই আমরা তৃণমূলেই ছিলাম, কিন্ত গত লোকসভার আগে স্থানীয় নেতৃত্বের বিভ্রান্তির জেরে আমরা বিজেপিতে যাই, কিন্ত বিজেপি দলের বিভিন্ন স্বৈরাচারী সিদ্ধান্ত আমাদের বিপদের দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্য বিভিন্ন জনমুখী কাজ করে চলেছেন। সেজন্যই ফের আমাদের পুরানো দলে ফিরে আসা। জয়ন্তবাবু জানান, কিছু মানুষ ভুল বুঝে আমাদের থেকে একটু সরে গিয়েছিলেন, তারা আবার স্বতস্ফূর্ত ভাবে তৃণমূলে ফিরে আসছেন, আমরা তাদের সাদরে গ্রহণ করলাম। জয়ন্তবাবু জানান, আরও অনেকে আসবে বলে আমাদের দলে আসার জন্য যোগাযোগ করছেন।
খাতরা মন্ডল ২ এর সভাপতি আদিনাথ দে বলেন যারা আজ বিজেপি ছেড়ে তৃণমূলে গেছে বলে দাবি করছে, তারা কোনদিনই বিজেপির ছিল না। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিট না পাওয়াতে তারা নির্দল এ দাঁড়িয়ে জিতে ছিল এখন ওরা আবার তৃণমূলে গেল। এখানে বিজেপি থেকে যাওয়ার কোনো গল্পই নেই বলে দাবি করছেন বিজেপির মন্ডল সভাপতি।