eaibanglai
Homeএই বাংলায়পূর্বরেলে ৫৫ শতাংশ উন্নত প্রযুক্তির এলএইচবি কোচের ব্যবহার

পূর্বরেলে ৫৫ শতাংশ উন্নত প্রযুক্তির এলএইচবি কোচের ব্যবহার

সংবাদদাতা, আসানসোল:- পূর্বরেল এখন ট্রেনে এখন অন্য কোচের ব্যবহার শুরু করে। প্রথাগতভাবে চলে আসা ” আইসিএফ ” কোচের পরিবর্তে নতুন প্রযুক্তির ” এলএইচবি” ( লিঙ্ক হফম্যান বুশ) কোচের ব্যবস্থা করেছে। এই উন্নত প্রযুক্তির কোচ যাত্রীবান্ধব। পাশাপাশি কোন অভিঘাতে সহজে নষ্ট হয়না এই কোচ। যে কারণে যে কোন দুর্ঘটনায় যাত্রীদের আঘাতপ্রাপ্তির সম্ভাবনা কম থাকে বলে রেলের তরফে দাবি করা হয়েছে। বর্তমানে পূর্বরেলের মোট ৪৪৩৫ টি কোচের মধ্যে ২৩৫৬ টি LHB এলএইচবি ও ২০৭৯ টি আইসিএফ কোচ ব্যবহার করা হচ্ছে। তারমধ্যে হাওড়া ১০৯৩ টি, শিয়ালদহ ৭৮৮ টি, মালদা ৩৮৩ টি ও আসানসোলে ডিভিশনে ৯২ টি এলএইচবি কোচ বিভিন্ন ট্রেনে ব্যবহার করা হচ্ছে।

রেলের তরফে বলা হয়েছে, এই এলএইচবি কোচ গুলির দৈর্ঘ বেশি হওয়াতে আইসিএফ কোচের তুলনায় অনেক বেশি যাত্রী পরিবহন করতে পারে। ধীরে ধীরে সমস্ত রেকগুলিকে এলএইচবিতে পরিবর্তন করা হবে। এরফলে, ট্রেনে ভ্রমণ করা যাত্রীদের স্বাচ্ছন্দ অনেকটাই বৃদ্ধি পাবে।

এলএইচবি কোচের যাত্রীবান্ধব বৈশিষ্টগুলি কি রকম হবে, তার একটা আন্দাজ রেলের তরফে দেওয়া হয়েছে। বলা হয়েছে, আইসিএফ কোচের তুলনায় এলএইচবি কোচের দৈর্ঘ প্রায় ২ মিটার বেশি। যে কারণে এই কোচের ভিতরে বেশি সংখ্যায় সিট্ বা বার্থ আছে। চওড়া যাতায়াতের পথ ও আরও চওড়া দরজা যাত্রীদের চলাচল ও যাত্রা সহজতর করে তুলবে। এলএইচবি কোচের ওজন প্রথাগত কোচের চেয়ে প্রায় ১০% কম। যার ফলে ট্রেন চালাতে জ্বালানি খরচ কম পড়ে। পাশাপাশি কোচ ও রেললাইনের ক্ষয়ক্ষতিও কম হয়। উন্নত নকশার জন্য রেকগুলি নিয়ে ট্রেন অনেক বেশি গতিতে (১৮০ কিমি / ঘন্টা) চলতে সক্ষম। কোচে ব্যবহূত কাঁচামাল ও যন্ত্রাংশ অনেক উন্নত মানের এবং ক্ষয়প্রতিরোধী। যার ফলে এই কোচের রক্ষণাবেক্ষণও কম খরচে সহজে করা সম্ভব। অগ্নিপ্রতিরোধে সুদৃশ্য ফিটিংসে তৈরী হওয়ায় কোচের অগ্নিনির্বাপক ক্ষমতা বেড়েছে। ফাইবার গ্লাস রিইনফোর্স প্লাষ্টিক ব্যবহার করে এই কোচের জানালার কাঁচগুলি তৈরী হওয়ায় সাধারণ আঘাতে তা ভাঙ্গেনা। বড় সাইজের জানালা ও দুটি স্তরের মধ্যে আর্গন গ্যাস পূর্ণ থাকায় বাইরে থেকে তাপ সঞ্চালন কম হয়। পাশাপাশি এই জানালা দিয়ে বাইরের দৃশ্যের প্যানোরামিক ভিউ উপভোগ করা যায়। এই কোচে উন্নতমানের ব্রেকিং ব্যবস্থায় বিশেষ বৈশিষ্ট্যের কাপলার ব্যবহার করা হয়েছে। যে কারণে কোচগুলি ” এ্যান্টিক্লাইমবিং”। কোচে ধোঁয়া ও আগুনের জন্য বিপদঘন্টির ব্যবস্থা আছে। এয়ার ডিফিউজার, হিট সেন্সর ইত্যাদি সহ উন্নতমানের বাথরুম রয়েছে এই কোচে। এরই সঙ্গে, ভারতীয়দের শারীরিক গঠন অনুযায়ী উপযুক্ত আকারে তৈরী সিট্ বা বার্থের ফলে যাত্রাকালীন আরামও অনেক বেশি হবে।

এইসব উন্নত বৈশিষ্টের জন্য আইসিএফ কোচগুলিকে বদল করে আস্তে আস্তে সমস্ত ট্রেনে এলএইচবি কোচে পরিবর্তন করা হবে। পূর্বরেল ইতিমধ্যেই তার প্রায় ৫৫ ভাগ কোচকেই এলএইচবি তে পরিণত করেছে। খুব শীঘ্রই সমস্ত রেকে এলএইচবি কোচের ব্যবস্থা করা হবে পূর্ব রেলের তরফে বলা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments