eaibanglai
Homeউত্তর বাংলাশুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা - ২০২৫

শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা – ২০২৫

জ্যোতি প্রকাশ মুখার্জ্জীঃ- আমাদের নিউজ পোর্টালের পক্ষ থেকে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতি রইলো শুভেচ্ছা ও শুভকামনা। তোমরা শান্ত হয়ে পরীক্ষা দাও। অভিভাবকদের কাছে অনুরোধ আপনারা নিজ নিজ সন্তানের উপর ভরসা রাখুন। অতিরিক্ত দাবি করে ওদের উপর অযথা মানসিক চাপ সৃষ্টি করবেন না। ওদের উৎসাহ দিন। ওরা ঠিক পারবে। বহিরাগতদের কাছে অনুরোধ করব পরীক্ষাকেন্দ্রের বাইরে অযথা বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। এতে পরীক্ষার্থীদের মনঃসংযোগে বিঘ্ন ঘটে। ক্ষতিটা ওদেরই হয়।

অপেক্ষার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। ইতিমধ্যে কাউণ্ট ডাউন শুরু হয়ে গেছে। তারপরই শুরু হতে চলেছে মাধ্যমিক-২০২৫ পরীক্ষা। প্রায় ১০ লক্ষ ছাত্রছাত্রী এবার পরীক্ষায় বসতে চলেছে। সংখ্যাটা গতবছরের থেকে প্রায় ষাট সহস্রাধিক। গত কয়েক বছরের ট্রেণ্ড অনুসরণ করে এবারও ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি।

পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রশাসন থেকে শুরু করে শিক্ষাদপ্তরের আধিকারিকদের মধ্যে ব্যস্ততা তুঙ্গে। ইতিমধ্যে প্রশাসনিক স্তরে সমস্ত রকম প্রস্তুতি শেষ। গণ টোকাটুকি রোধ করার জন্য স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলির জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা হলের মধ্যে কোনো পরীক্ষার্থী টুকলি বা অন্য কোনো অসৎ উপায় গ্রহণ করে ধরা পড়লে এবারের মত তার পুরো পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। এমনকি যেসব শিক্ষক পরীক্ষা হলে ‘গার্ড’ দেবেন তাদের জন্যেও একাধিক কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। সবমিলিয়ে মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সমস্ত রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যদিকে পরীক্ষার্থীরাও শেষ মুহূর্তে চোখ বুলিয়ে নিচ্ছে বইয়ের পাতায়। খেয়াল রাখার চেষ্টা করছে কোনো কিছু বাদ থেকে গেছে কিনা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments