সংবাদদাতা,আসানসোল,বাঁকুড়াঃ– ২৭ বছর পর দিল্লির মসনদ দখল করল বিজেপি। জয়ের আনন্দে সারা দেশের পাশাপাশি রাজ্যেও উল্লাসে মেতেছেন বিজেপি নেতা কর্মী সমর্থকরা। এমনই জয়োল্লাসের ছবি ধরা পড়েছে আসানসোল ও বাঁকুড়ায়। আবির খেলে, মিষ্টিমুখ করে বিজয় উৎসব পালনের পাশাপাশি বাংলা দখলের হুঙ্কারও দিচ্ছেন বিজেপি নেতা কর্মী সমর্থকরা।
শনিবার বার্নপুরের বারি ময়দানে দলের নেতা ও কর্মীদের সঙ্গে উৎসবে মেতে উঠেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। পাশাপাশি গোটা এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষদেরকে মিষ্টি মুখ করান। বিজেপি কর্মীদের দাবি দিল্লির বাঙালিরা মোদিজীর ওপর আস্থা রেখেছে, আগামী দিনে পশ্চিমবাংলার বাঙালিরাও মোদীজি তে আস্থা রাখবে। এদিন অগ্নিমিত্রা পাল বলেন, “২০২৬ সালে বাংলার মানুষেরা এইভাবেই জবাব দেবেন। এখন শুধু সময়ের অপেক্ষা। বাংলার মানুষেরা মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলবেন।”
অন্যদিকে দিল্লিতে বিজেপির জয়, মিষ্টিমুখ করিয়ে, গেরুয়া আবির মেখে, জয়োল্লাস করে পালন করে বাঁকুড়ার বিজেপির নেতাকর্মীরা। এদিন বাঁকুড়া জেলা বিজেপি পার্টি অফিস থেকে স্টেশন মোড় পর্যন্ত বিজেপি নেতা কর্মীরা মিছিল বার করেন। মিছিলে গেরুয়া আবির মেখে বাজি ফাটিয়ে আনন্দে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি পথ চলতি সকল মানুষকে করানো হয় মিষ্টি মুখ। বিজেপি নেতা কর্মী সমর্থকরা এদিন দাবি করেন দিল্লির বাঙালিরা যেভাবে মোদিজীর ওপর আস্থা রেখেছে আগামী দিনে পশ্চিমবাংলার বাঙালিরাও মোদীজি তে আস্থা রাখবে।





