নিজস্ব সংবাদদাতা,আসানসোলঃ- শীত পড়তেই শুরু হয়ে গেছে পিকনিকের মরশুম। রাজ্যের পর্যটনস্থলগুলির মধ্যে অন্যতম আসানসোলের মাইথনেও গুটি গুটি পায়ে শুরু হয়ে গেছে পর্যটকদের আনাগোনা। মূলত ২৫ ডিসেম্বর বা বড়দিন থেকে ভিড় হয় পর্যটকদের। জল জঙ্গল ঘেরা মাইথনে প্রাকৃতিক সৌন্দর্যর পাশাপাশি রয়েছে থার্ড ডাইক, ফায়ারিং রেঞ্জ,সিদাবাড়ি এবং সুলেমান পার্কের মত পিকনিক স্পট ও বোটিংয়ের ব্যবস্থা। ফলে অনেকেই এলাকার প্রকৃতির মনোরম সৌন্দর্য উপভোগ করতে আসেন। তবে সবথেকে বেশী ভিড় হয় রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি পাশ্ববর্তী ঝাড়খণ্ড থেকে আগত পিকনিক দলের। অন্যান্য পর্যটন কেন্দ্রের মতো এলাকার রক্ষনাবেক্ষন ও উন্নয়নের জন্য এখানেও নেওয়া হয় প্রবেশ মূল্য। তবে বর্তমানে ঘুরতে আসা পর্যটকদের অনেকেই প্রশ্ন তুলেছেন পরিষেবা নিয়ে। তাদের দাবি প্রবেশ মূল নেওয়া হলেও নেই কোন সুব্যবস্থা, পর্যটনকেন্দ্র জুরে শুধু অব্যবস্থা।
প্রসঙ্গত মাইথনে ঘুরতে যাওয়া গাড়িগুলি থেকে প্রবেশ মূল্য হিসেবে বড় বাসে ২৫০,মিনি বাসে ২০০, চারচাকা গাড়িতে ১৫০ও অটো/টোটো ৫০ টাকা নেওয়া হচ্ছে। পর্যটকদের অভিযোগ প্রবেশ মূল্য নেওয়া হলেও পর্যটকদের জন্য সুবিধার কোন ব্যবস্থা নেই। নেই পানীয় জলের ব্যাবস্থা,নেই তেমন শৌচাগার,নেই লাইট। পিকনিক স্পটটিও পরিস্কার পরিচ্ছন্ন নেই। পিকনিক স্পটে যেনো গরু ও কুকুরের তান্ডব। এদিকে ব্লক প্রশাসনের তরফে থার্মাকল ব্যাবহার নিষিদ্ধ করা হলেও পিকনিক স্পট জুড়ে পড়ে রয়েছে থার্মাকলের পাতা-বাটি। এমনকি নৌকাবিহারে ব্যাবহার হচ্ছে না লাইফ জ্যাকেট। এমনকি পর্যটকদের সুরক্ষার জন্য নেই পুলিশ প্রশাসনের নজরদারি।
ফলে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এসে রীতিমতো বিরক্ত পর্যটকরা।



















