eaibanglai
Homeএই বাংলায়উত্তরবঙ্গের পরে দক্ষিণবঙ্গে দুদিনের জেলা সফরে দুর্গাপুরে মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গের পরে দক্ষিণবঙ্গে দুদিনের জেলা সফরে দুর্গাপুরে মমতা বন্দ্যোপাধ্যায়

সংবাদদাতা,দুর্গাপুরঃ- উত্তরবঙ্গের পরে দক্ষিণবঙ্গ সফরে রাজ্যের মুখ্যমনন্ত্রী তথা তৃনমুল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগেই নজরে পুরুলিয়া ও বাঁকুড়া। তার জন্য আরো একবার পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের জন্য রবিবার ও সোমবার যথাক্রমে পুরুলিয়া ও বাঁকুড়ায় নির্বাচনী জনসভা রয়েছে তার।

শনিবার বিকেলে উত্তর দিনাজপুরের হেমতাবাদ থেকে বিশেষ বিমানে পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের কাজি নজরুল বিমানবন্দরে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানো এদিন বিমানবন্দরে ছিলেন রাজ্যের আরো এক মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, রাজ্য সম্পাদক ভি শিবদাসন তরফে দাসু ও আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক। বিমানবন্দর থেকে থেকে সড়কপথে দূর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারী হোটেলে আসেন তিনি। এখানেই শনিবার রাত্রিবাস তার। রবিবার সকালে দুর্গাপুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে উড়ে যাবেন পুরুলিয়ার উদ্দেশ্যে। তার জন্য দুর্গাপুরের অস্থায়ী হেলিপ্যাড তৈরী করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments