eaibanglai
Homeএই বাংলায়ইলেকট্রিক শক মৃত্যু হলো একা রাজমিস্ত্রির

ইলেকট্রিক শক মৃত্যু হলো একা রাজমিস্ত্রির

প্রতিনিধি, পাত্রসায়ের :

রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু হলো এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে পাত্রসায়ের থানার বেলুট রসূল পুর গ্রামপঞ্চায়েত বলরামপুর গ্রামে। মৃত ব্যাক্তির নাম শেখ জাহাঙ্গীর বয়স 30 বছর। মৃত ব্যাক্তির বাড়ি বেতুর পঞ্চায়েতর বেতুর গ্রামে । মৃত রাজমিস্ত্রী জাহাঙ্গীরের বাবা জানান প্রতিদিনকার মতো আজকেও কাজে গিয়েছিলো । ছাদের উপর কাজ করছিলো পাশেই ছিলো এগারো হাজার ইলেকট্রিক তার । অসাবধানতার কারণে সেই তারে স্পর্শ হয়ে যায়। ঠিক তখনি শক খেয়ে ছিটকে মাটিতে পরে যায় এবং সাথে সাথে জাহাঙ্গীর নামের ওই ব্যক্তি মারা যায়। পরে তাকে পাত্রসায়ের হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে । পরে পাত্রসায়ের থানার পুলিশ মৃতদেহটিকে নিয়ে এসে পোস্টমর্টেম জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠায় । এই হটাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে জাহাঙ্গীরের পরিবারে এবং বেতুর ও বলরামপুর গ্রামে ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments