eaibanglai
Homeএই বাংলায়মঙ্গলকোটে তৃণমূলের প্রতিবাদ মিছিল

মঙ্গলকোটে তৃণমূলের প্রতিবাদ মিছিল

সৌভিক সিকদার, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান -: ‘সার’কে সামনে রেখে বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার মাধ্যমে বিজেপির বাংলা দখলের চক্রান্তের বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলের ডাক দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী। তারা আহ্বানে সাড়া দিয়ে
জাতীয় ভোটার দিবসে বাংলার ভোটাধিকার রক্ষায় রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে মঙ্গলকোটেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।

স্থানীয় বিধায়ক অপূর্ব চৌধুরী ও ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রামকেশব ভট্টাচার্যের নেতৃত্বে মঙ্গলকোট বটতলা থেকে এই মিছিল শুরু হয় এবং নতুনহাট পীরতলায় এসে শেষ হয়। দলের সমস্ত শাখা সংগঠনের পদাধিকারী সহ অসংখ্য নেতাকর্মী এই মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল থেকে কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান ওঠে। ‘সার’-এর নামে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়।

বিধায়ক বলেন, ভোটারদের নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করার পরিবর্তে বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মানুষকে যেভাবে হেনস্থা করছে তা এর আগে কখনোই দেখা যায়নি। আসলে বিজেপি বুঝতে পেরেছে এইরাজ্যে তারা সফল হতে পারবেনা। তাই তারা এই ঘৃণ্য পথ বেছে নিয়েছে। বিজেপির ষড়যন্ত্র ব্যর্থ করতে আসন্ন বিধানসভা নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি জনগণের কাছে আবেদন জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments