নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– ইতিমধ্যেই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘মিশন রানিগঞ্জ’-এর টিজার। যা দেখে উত্তেজনায় ফুটছেন অক্ষয়ের অনুরাগীরা। আর এই টিজার মুক্তি পাওয়ার পর অক্ষয় অনুরাগীদের পাশাপাশি রীতিমতো উৎসাহিত খনি শহর রানিগঞ্জ সহ আসানসোল দুর্গাপুরের মানুষ। কারণ ১৯৮৯ সালে রানিগঞ্জের ভূগর্ভস্থ মহাবীর কোলিয়ারিতে ঐতিহাসিক ভয়াবহ দুর্ঘটনা ও শ্রমিকদের উদ্ধার কাজ নিয়ে তৈরি হয়েছে বলিউডের এই ছবি। সেই হাড়হিম করা রেস্কিউ অপারেশনের কাহিনিকেই রূপোলি পর্দায় তুলে ধরেছেন ‘রুস্তম’ খ্যাত পরিচালক টিনু সুরেশ দেশাই। যেখানে অক্ষয় কুমারকে দেখা যাবে খনিতে আটকে পড়া শ্রমিকদের প্রাণ বাজি রেখে উদ্ধার করে ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়া সেই সময় ইসিএলে কর্মরত মাইন ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিলের চরিত্রে। অক্ষয় কুমারের বীপরিতে অভিনয় করতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়াকে। এছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন কুমুদ মিশ্র, রবি কিষেণ, দিব্যেন্দু ভট্টাচার্য, মুকেশ ভাট, রাজেশ শর্মার মতো একাধিক অভিনেতা। বহুদিন ধরেই এই ছবি মুক্তির অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন খনি অঞ্চলের মানুষ। আগামী ৬ অক্টোবর মুক্তি পেতে চলেছে ছবিটি।
প্রসঙ্গত ২০২২ সালের নভেম্বর মাসেই শোনা গিয়েছিল যে, বাংলার রানিগঞ্জের কয়লাখনিতে ১৯৮৯ সালে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনা অবলম্বনে সিনেমা করছেন অক্ষয় কুমার। গত বছর ছবির শুটিংও হয় রানিগঞ্জের নিমচা কোলিয়ারি, আসানসোল স্টেশন, রানিগঞ্জ হাসপাতালে। শুটিংয়ের সময়েও এই সিনেমা ঘিরে আগ্রহ তৈরি হয় খনি ও শিল্পাঞ্চলের মানুষের মধ্যে।
উল্লেখ্য, ১৯৮৯-সালের ১৩ নভেম্বর রানিগঞ্জের ভূগর্ভস্থ মহাবীর কোলিয়ারিতে দামোদরের জল ঢুকে পড়লে আটকে পড়েন ২৩২ জন শ্রমিক। কোনওরকমে উপরে আসতে পারেন ১৬১ জন শ্রমিক। কিন্তু, ভূগর্ভে আটকে পড়েন ৭১ জন। দুর্ঘটনার সময়ে ইসিএলের অ্যাডিশনাল চিফ মাইনিং ইঞ্জিনিয়ার ছিলেন যশবন্ত সিং গিল। তাঁরই মস্তিষ্কপ্রসূত ইস্পাতের ক্যাপসুল ভূগর্ভে নামিয়ে একে একে উপরে উঠিয়ে আনা হয় শ্রমিকদের। দুর্ঘটনার তিন দিন পর ১৬ নভেম্বর পর্যন্ত উদ্ধার কাজ চলে এবং মোট ৬৫ জনকে জীবন বাজি রেখে উদ্ধার করেন যশবন্ত সিং গিল। ৬ জন শ্রমিক মারা যান। এমন ঘটনার পর যশবন্ত সিং গিলের নাম লোকমুখে হয়ে যায় ক্যাপসুল গিল। ১৯৯১-এ রাষ্ট্রপতি ভেঙ্কটরামন তাঁকে জীবনরক্ষা পদকে সম্মানিত করেন। ২০১৯-এর ২২ নভেম্বর প্রয়াত হন পাঞ্জাবের বাসিন্দা গিল। সেই দুর্ঘটনায় তাঁর ভূমিকা নিয়েই সিনেমা ‘মিশন রানিগঞ্জ’। এখন এই সিনেমার মুক্তি ঘিরে উত্তেজনা তুঙ্গে শিল্পাঞ্চলে।