eaibanglai
Homeএই বাংলায়"মোদির গ্যারান্টি গাড়ি" ফ্ল্যাগ অফ আসানসোলে

“মোদির গ্যারান্টি গাড়ি” ফ্ল্যাগ অফ আসানসোলে

সংবাদদাতা, আসানসোল:– লোকসভা নির্বাচনকে সামনে রেখে “মোদির গ্যারান্টির গাড়ি “। বুধবার সকালে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় আসানসোলের ১৯ নং জাতীয় সড়কের শীতলায় বিজেপি জেলা পার্টি অফিস থেকে পতাকা দেখিয়ে এই গাড়ির সূচনা করেন। এই গাড়িটি পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রগুলিতে ঘুরবে। গাড়িতে মোট দুবার প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদি সারা দেশের জন্য কি কি কাজ করেছেন তার তথ্য দেওয়া হয়েছে একটি লিফলেট আকারে। এর সঙ্গে নরেন্দ্র মোদি তৃতীয়বারে জন্য প্রধানমন্ত্রী হয়ে কি কি কাজ করবেন, তার জন্য জনগণের মতামত ও ইচ্ছে সাধারণ মানুষেরা জানাতে পারবেন এই গাড়িতে থাকা ফর্ম পূরণ করে।

এই প্রসঙ্গে বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, এদিন ফ্ল্যাগ অফ করা হয়েছে মোদির গ্যারেন্টি গাড়ির। এই গাড়ির মাধ্যমেই মোদির গ্যারান্টি জনগণকে জানানো হবে। নরেন্দ্র মোদির গত দুই মেয়াদ সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। গাড়িতে কিছু লিফলেটও রয়েছে। যার মাধ্যমে নরেন্দ্র মোদির তৃতীয়বারের মেয়াদে তারা কী চায় সে সম্পর্কে তথ্য নেওয়া হবে। সেখানে একটি ড্রপ বক্স রয়েছে। আপনারা তাদের ইচ্ছেগুলি লিখুন ও ড্রপ বক্সে রাখবেন। যাতে তাদের ইচ্ছেগুলো নরেন্দ্র মোদি তৃতীয় মেয়াদে সেই কাজগুলি সম্পূর্ণ করতে পারেন ৷

বাপ্পা চট্টোপাধ্যায় আরো বলেন, নরেন্দ্র মোদি ভারতীয় জনতা পার্টির তরফে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণ করেছেন। তার মধ্যে রাম মন্দির নির্মাণ, ৩৭০ ধারা বাতিল রয়েছে। সম্প্রতি নরেন্দ্র মোদি সিএএ বা নাগরিক সংশোধন আইন বাস্তবায়ন করার কথা জানিয়েছেন। তিনি দাবি করেন যে, আগামী দিনে এনআরসিও কার্যকর করা হবে। বিজেপি যে সমস্ত কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে তা শেষ করা হবে। তিনি বলেন, এদিন এই গাড়িটি আসানসোল উত্তর ও পাণ্ডবেশ্বর বিধানসভায় ঘুরবে। এরপর গাড়িটি আসানসোল লোকসভা কেন্দ্রের বাকি বিধানসভায় যাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments