সংবাদদাতা, বাঁকুড়া :-
আবারো বাঁদরের জ্বালায় অতিষ্ঠ গ্রামবাসীরা ।
বাঁদরের বাঁদরামিতে অতিষ্ট বাঁকুড়ার বেলিয়াতোড় এলাকার ছাঁদার এলাকার মানুষ। শনিবার সকালে স্থানীয় কাদাকুলি গ্রামে বাড়িতে রান্না করার সময় রুপা কর্মকার নামে গৃহবধূর চড়াও একটি হয় বাঁদর। গুরুতর আহত অবস্থায় ঐ গৃহবধূ বর্তমানে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের দাবী, গত কয়েক মাস ধরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে কুড়ি-পঁচিশটি বাঁদরের একটি দল। কিছু দিন আগেই ঐ দলে থাকা একটি বাঁদরের হাতে আক্রান্ত হয়েছিল কয়েক জন গ্রামবাসী। পরে বনদপ্তর সেই বাঁদরটিকে খাঁচা বন্দী করে। ঐ ঘটনার পর ফের ঐ এলাকায় বাঁদরের দৌরাত্ম বাড়ায় আতঙ্কিত এলাকাবাসী।
বাঁদরের হাতে আক্রান্ত গৃহবধূ রুপা কর্মকার বলেন, রান্না করছিলাম। বাড়ি থেকে বেরোতেই একটি বাঁদর তাকে পিছন ধরে জাপটে ধরে বলে তিনি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা সনৎ মাঝি বলেন, ঐ ভদ্র মহিলাকে একটি বাঁদর হাতে ও পায়ে কামড়ায়। এর আগেও গ্রামে এই ধরণের ঘটনা ঘটেছে। গত দু’মাস ধরে বাঁদরের অত্যাচারে অতিষ্ট গ্রামবাসীরা সব সময় লাঠি হাতে চলাফেরার করেন দাবী করেন, বিষয়টি বনদপ্তরকে জানানো হয়েছে ।