সঞ্জীব মল্লিক, বাঁকুড়া : বিজেপি যোগ দেওয়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। বাঁকুড়া জেলায় ঢোকা বন্ধ ছিল। এবার দীর্ঘ প্রতীক্ষার পর হাইকোর্টের নির্দেশ পেয়ে নিম্ন আদালতে জামিন নিতে বাঁকুড়ায় প্রবেশ করলেন বিষ্ণুপুরের জয়ী বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এদিন সৌমিত্র খাঁ এর বাঁকুড়া প্রবেশ এর খবর পেয়ে বিজেপির দলীয় সমর্থকরা ভিড় জমায় দুর্গাপুর বারেজে। এরপরই বাঁকুড়ায় পা দিয়ে বাঁকুড়ার মাটিকে প্রনাম করে দলীয় কর্মিদের সাথে আবেগে ভাসলেন তরুণ সাংসদ সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁকে কাছে পেয়ে বিজেপি কর্মীরা ভিড় জমান দলে দলে। নিম্ন আদালতে জামিন অনুমোদন হলোনা সৌমিত্র খাঁর। হাই কোর্টের নির্দেশে নিম্ন আদালতে জামিন নিতে বলা হয়েছিল সাংসদ সৌমিত্র খাঁ কে। কলকাতা হাই কোর্টের নির্দেশ ছিল নির্দিষ্ট সময়ের মধ্যে নিম্ন আদালতে গিয়ে জামিন নিতে হবে। কিন্তু সাংসদ নির্দিষ্ট সময়ের মধ্যে নিম্ন আদালতে হাজির হতে পারেননি। যার ফলে বিষ্ণুপুর আদালত সাংসদকে উচ্চ আদালত থেকে রিভিউ রিপোর্ট আনার নির্দেশ দেয়, এমনটায় জানালেন সৌমিত্র খাঁ এর আইনজীবী সোমনাথ রায় চৌধুরী ।