নিজস্ব প্রতিনিধি, ক্যানিং: ফাঁকা বাড়িতে দুই সন্তান কে নিয়ে ঘরের মধ্যে শুয়ে বৌমা। আর সেই সুযোগে মদ খেয়ে রাতে ঘরে ঢুকে বৌমাকে শ্লীলতাহানির চেষ্টা করে প্রতিবেশী এক প্রৌঢ়। আর ওই ঘটনার কথা শ্বশুরকে জানান বৌমা। এবিষয়ে প্রতিবাদ করতে প্রতিবেশীর বাড়িতে যায় শ্বশুর। আর প্রতিবাদী শ্বশুরকে দা ও বটি দিয়ে এলোপাতারি কোপায় প্রতিবেশী কয়েকজন যুবক। ঘটনাটি ঘটেছে, ক্যানিং থানার উত্তর তালদি গ্রামে। আহতের নাম বাদল বারুই(৪৫)। পরিবার সূত্রে, রাতে দুই সন্তান কে নিয়ে ঘরে মধ্যে শুয়ে ছিল বৌমা। এরপর মদ খেয়ে এসে ঘরে ঢুকে বৌমাকে শ্লীলতাহানির চেষ্টা করে প্রতিবেশী এক প্রৌঢ়। এবিষয়ে ক্যানিং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে বৌমা ও শ্বশুর। আর তাদের বিরুদ্ধে একটী অভিযোগ দায়ের করায়, সেই রাগে শ্বশুরকে দা ও বটি দিয়ে এলোপাতারি কপায় প্রতিবেশী কয়েকজন যুবক। আর তাদের মারের হাত থেকে বাদ যায়নি এক বৃদ্ধা। এরপর তাদের তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আশে পরিবার। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধিন আহত । আহতদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ ।
মদ খেয়ে বৌমার ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা প্রতিবেশী প্রৌঢ়, প্রতিবাদী শ্বশুরকে দা ও বটি দিয়ে এলোপাতারি কোপ
RELATED ARTICLES