eaibanglai
Homeএই বাংলায়মুক্তকণ্ঠের বসন্ত উৎসবে বসে আঁকো প্রতিযোগিতা

মুক্তকণ্ঠের বসন্ত উৎসবে বসে আঁকো প্রতিযোগিতা

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ- শীতের জীর্ণতা সরিয়ে এসেছে ঋতুরাজ। আজ বসন্তের আগমনে কোকিলের কুহুতানে মুখরিত হবে চারিদিক। শুকনো পাতারা ঝরে গিয়ে জন্ম নেবে নতুন কচি পাতার। সেই পত্রপল্লবে, ঘাসে ঘাসে, নদীর কিনারে, কুঞ্জ-বীথিকা আর পাহাড়ে অরণ্যে বসন্ত আজ দেবে নবযৌবনের ডাক। ঠিক এমনই সময়ে শনিবার ছাতনার ডেফোডিলস্ একাডেমিতে আয়োজিত হলো সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন মুক্তকণ্ঠের বসন্ত উৎসব। দুই শতাধিক কচিকাঁচা বসন্ত উৎসবের এই অনুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নেয়। পাশাপাশি নাচ গান কবিতায় ও কচিকাঁচাদের কলতানে মুখরিত হয়ে ওঠে মুক্তকন্ঠের বসন্ত উৎসব। মুক্তকণ্ঠের সম্পাদিকা মুকুল ব্যানার্জি বলেন, ‘রঙের উৎসবকে কেন্দ্র করে আমাদের এই আয়োজন, যেখানে বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে কচিকাঁচারা রঙ দিয়ে ভরিয়ে তুলবে বসন্তকে।’ সংগঠনের সভাপতি চিত্রকর শ্রী মহাদেব বলেন, ‘মুক্তকণ্ঠের এরকম একটা উদ্যোগ দোল পূর্ণিমা এবং হোলি আসার ঠিক আগেই রঙে রঙিন হয়ে গেল একটা সকাল, খুদে কচিকাঁচারা যেভাবে তাদের ভালোলাগা, ভালোবাসা দিয়ে ছবি আঁকল সেটা একটা প্রাপ্তি।’ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া থিয়েটার আ্যকাডেমির সম্পাদক অরুনাভ ব্যানার্জি, সংগঠনের কোষাধ্যক্ষ শংকর চক্রবর্তী, ড্যাফোডিলস আ্যকাডেমির পরিচালক সত্যেন ব্যানার্জি, পঞ্চায়েত সমিতি সভাপতি বঙ্কিম মিশ্র সহ অনান্য সাংস্কৃতিকপ্রেমী বিশিষ্ট জনেরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments