সংবাদদাতা, বাঁকুড়াঃ- এই খসড়া সংরক্ষন তালিকা প্রকাশ হওয়ার পরেই তড়িঘড়ি করে বাঁকুড়া সাংগঠনিক বিজেপি নেতৃত্ব আজ একটি বৈঠকে বসলেন। বিজেপির যুব মোর্চা ও মহিলা মোর্চার সভাপতি একত্রিত হয়ে কিভাবে এই পৌরভোটে রণকৌশল ঠিক হবে তা নিয়ে জোরালো মিটিং এর ব্যবস্থা করা হয়েছে। কারণ লোকসভার নিরিখে বাঁকুড়ার ২৪ টি ওয়ার্ডের মধ্যে ২৩ টিতে বিজেপি এগিয়ে ছিল। তাই এখন থেকে রণকৌশল ঠিক করতে মরিয়া গেরুয়া শিবির। পঞ্চায়েত নির্বাচনকে যেভাবে শাসক দল রুখে দিয়েছিল ঠিক সেভাবেই জেদি পৌরসভা নির্বাচন করার চেষ্টা করে তাহলে রুখে দাঁড়াবে গেরুয়া শিবির। বাঁকুড়া জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি বিবেকানন্দ পাত্র বলেন ওরা যদি বোম ছোড়ে আমরা তো আর রসগোল্লা হাতে বসে থাকবো না তার মোকাবেলা আমরা করবই।