সৌভিক সিকদার, ফলতা, দক্ষিণ চব্বিশ পরগণা -: একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদা সহকারে ‘শিক্ষক দিবস’ পালিত হলো দক্ষিণ চব্বিশ পরগণার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। ড. সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর। পরে অন্যান্যরাও রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে মাল্যদান করেন। বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও মিড ডে মিলের রন্ধন কার্যের সঙ্গে যুক্ত কর্মীদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য, সঙ্গীত পরিবেশন করে বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়ারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই দিনটির গুরত্ব সবার সামনে তুলে ধরেন। বিদ্যালয়ের প্রত্যেক পড়ুয়ার হাতে একটি করে ফুল গাছ উপহার হিসাবে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফলতার সমষ্টি উন্নয়ন আধিকারিক শানু বক্সি, বিশিষ্ট গুণীজন রবিয়াল জমাদার সহ আরও অনেকেই।