eaibanglai
Homeএই বাংলায়ভারতীয় সেনা তহবিলে অনুদান নদীয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতির

ভারতীয় সেনা তহবিলে অনুদান নদীয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতির

নিজস্ব প্রতিনিধি, নদীয়াঃ কথা বলতে, চলতে বা দেখতে অসুবিধা হলেও আর পাঁচ জনের মতো তাঁরাও অন্যান্যদের মতো দেশের জন্য প্রান দেওয়া ৪৬ জন বীর শহীদদের শেষ সম্মান জানাতে মোমবাতি মিছিলের আয়োজন করেছিলেন। কিন্তু পরবর্তীকালে তাদের মাথায় আসে যে, ১০০ মোমবাতির দাম ৫০০ টাকা। সেই টাকাটাই যদি সরাসরি পৌঁছে দেওয়া যায় সেইসমস্ত শহীদ জওয়ানদের পরিবারবর্গের হাতে, তাহলে হয়তো সর্বস্বান্ত পরিবারগুলির কোনও না কোন কাজে লাগতে পারে। যেই ভাবা সেই কাজ। তবে কারোর কাছে অর্থ সাহায্য চেয়ে নয়, নদীয়া জেলা অখিল ভারত প্রতিবন্ধী কল্যাণ সমিতির উৎপাদিত পণ্য, মাশরুম, ডালের বড়ি, পরিবেশ বান্ধব কাপড়ের ব্যাগ বিক্রি করে তার চার দিনের লভ্যাংশ একত্রিত করে মোট ১১৭০ টাকা ইন্ডিয়ান আর্মি ওয়েল ফেয়ার সোসাইটির তহবিলে দান করলেন তারা। এই বিষয়ে জানালেন নদিয়া জেলা অখিল ভারত প্রতিবন্ধী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মলয় দে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments