eaibanglai
Homeএই বাংলায়জাতীয় ক্রীড়া দিবসে ইতিহাস গড়বে দুর্গাপুর

জাতীয় ক্রীড়া দিবসে ইতিহাস গড়বে দুর্গাপুর

মনোজ সিংহ, দুর্গাপুরঃ- মাত্র কয়েক দশক আগে জঙ্গলে ঘেরা দুর্গাপুর আজ রাজ্যের অন্যতম গতিশীল শহর। বহু আগে থেকেই শিল্পাঞ্চল হিসেবে সুনাম রয়েছে দুর্গাপুরের। মাত্র এক দশক আগেই শিল্পাঞ্চলের সাথে সাথে “শিক্ষাঞ্চল” রূপে আত্মপ্রকাশ করতে পেরে পেরেছে দুর্গাপুর। দ্রুত নগরায়নের সাথে এবার “শিল্পাঞ্চল দুর্গাপুর”, “শিক্ষাঞ্চল দুর্গাপুর”, পর “ক্রীড়াঞ্চল দুর্গাপুর” রূপে আত্মপ্রকাশ করতে চলেছে শিগ্রি। ইতিমধ্যেই শিল্পাঞ্চল দুর্গাপুরে অনুষ্ঠিত হয়ে গিয়েছে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক খেলা। দুর্গাপুর শিল্পাঞ্চলের ক্রীড়া প্রেমিক মানুষেরা এখন শিল্পাঞ্চলকে নতুন রূপে খেলাঞ্চলে রূপান্তরিত করতে একাধিক প্রকল্প ও প্রয়াস চালিয়ে যাচ্ছে। কয়েক বছর ধরে দুর্গাপুর পৃথিবীর মানচিত্রে নিজের অস্তিত্ব বজায় এর লড়াই চালিয়ে যাচ্ছে ও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলায় শীর্ষস্থান অধিকার করেছে। এবার ২০২৫ দুর্গাপুরে জাতীয় ক্রীড়া দিবসের দিনে অনুষ্ঠিত হতে চলেছে এক অভাবনীয় “ক্রীড়া মেলা”।

আগামী ২৯ আগস্ট জাতীয় ক্রীড়া দিবস। ভারতের কিংবদন্তী হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে প্রতিবছর ২৯ আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। এই দিনটিকে স্মরণ করে আগামী ২৯ ও ৩০ আগস্ট দুর্গাপুরের এন.এস.এইচ.এম নলেজ ক্যাম্পাসে পশ্চিম বর্ধমান ডিসট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন এর পরিচালনায় পশ্চিম বর্ধমান জেলা পুরুষ ও মহিলা শক্তি উত্তোলন ও বেঞ্চ প্রেস চাম্পিয়নশীপ ২০২৫ অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে ভগত সিং স্টেডিয়ামে আজ ( মঙ্গলবার) সকলে এক সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের মুখপাত্র ও জয়েন্ট সেক্রেটারি সীমা দত্ত চ্যাটার্জী জানান এই চ্যাম্পিয়নশিপে জুনিয়র, সিনিয়র ও মাস্টার্স গ্রুপে মোট প্রায় ৫৫০ জন প্রতিযোগী সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। তিনি আরো জানান, মহিলা প্রতিযোগীর সংখ্যা ১২০ জন। ৭০ বছর বয়সী পুরুষ ও মহিলা প্রতিযোগী ও এই কষ্টসাধ্য প্রতিযোগিতায় অংশ নেবেন।

অন্যদিকে অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রাক্তন বিধায়ক শ্রী অপূর্ব মুখোপাধ্যায় বল্লেন,”স্বাস্থ্য ও সংস্কৃতি নিয়ে দুর্গাপুর এগিয়ে চলেছে। এই প্রতিযোগিতার প্রথম দিনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দুর্গাপুরের বিভিন্ন খেলাধুলার সঙ্গে যুক্ত প্রায় ৩ হাজার বিভিন্ন বয়সী ক্রীড়াবিদ অংশ নেবে। জাতীয় খেলা দিবসে ইতিহাস গড়বে দুর্গাপুর।”

পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী সুব্রত রায় বলেন, “এই প্রতিযোগিতাটিকে ঘিরে এখানকার বিভিন্ন কলেজের ছেলে-মেয়েদের মধ্যে প্রচন্ড উৎসাহ সৃষ্টি হয়েছে। এন.এস.এইচ.এম কলেজটিকে প্রতিযোগিতার জন্য বেছে নেওয়ার কারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে পাওয়ার লিফটিং এর জনপ্রিয়তা বাড়ানো। শুধু তাই নয়, দুর্গাপুর শিল্পাঞ্চলের যে কয়েকটি নামকরা কলেজ রয়েছে তার মধ্যে খেলার উপযুক্ত উন্নত মানের পরিকাঠামো এই কলেজেই আপাতত রয়েছে।”

এই জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলার সমস্ত ক্রীড়া সংস্থা। অ্যাথলেটিক্স, ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল, পাওয়ারলিফটিং, বডিবিল্ডিং, দাবা, খো-খো, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, কারাতে, কিক বক্সিং, যোগ,দড়ি টানাটানি এবং অন্যান্য স্বীকৃত সংগঠনসমূহ। এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী সংস্থাগুলি হলঃ-
বিস্তারিত তালিকা:
১। PBDPCA যোগ দল
২। PBPDCA পাওয়ারলিফটিং দল
৩। PBPDCA বডি বিল্ডিং, পুরুষ ও মহিলা ফিজিক টিম
৪। পশ্চিম বর্ধমান জেলা দাবা সংস্থা
৫। দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা
৬। পশ্চিম বর্ধমান জেলা টেবিল টেনিস সংস্থা
৭। পশ্চিম বর্ধমান জেলা কাবাডি সংস্থা
৮। পশ্চিম বর্ধমান জেলা কারাতে সংস্থা
৯। পশ্চিম বর্ধমান জেলা ব্যাডমিন্টন সংস্থা
১০। পশ্চিম বর্ধমান জেলা কিক বক্সিং সংস্থা
১১। Morning Paranayam and Laughing Club
১২। Non Company Recreation Club (Football Academy)
১৩। দুর্গাপুর মহকুমা স্কুল গেমস ও ক্রীড়া পরিষদ
১৪। Panagarh Sridatri Nari Shakti
১৫। দুর্গাপুর ও তার আশেপাশের অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজের খেলোয়াড়রা
১৬। NSHM ALL Players Team (মোট ১৬টি খেলা)
১৭। মোট পুরুষ ও মহিলা প্রতিযোগী
১৮। NCC দুটি দল ও অন্যান্য সংস্থা

এই জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠানে উপস্থিত জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়াড় যারা বিভিন্ন গেমসে অংশ নিয়েছেন তাদের এই প্রোগ্রামে সম্মানিত করা হবে। প্রতিটি অংশগ্রহণকারী সংগঠনের প্রতিনিধিকেও স্মারক প্রদান করা হবে। এই জাতীয় ক্রীড়া দিবস উদযাপনের সময় সকাল ১০:৩০ টা, ২৯শে আগস্ট, ২০২৫।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments