সংবাদদাতা,দুর্গাপুরঃ– রবিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে উদ্বোধন হল অর্থোপেডিক্স ও ট্রমা কেয়ার ইউনিটের। উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডাঃ ধীমান মণ্ডল সহ প্রশাসনিক আধিকারিকরা।
মূলত দুর্ঘটনায় গুরুতর জখম রোগীদের দ্রুত চিকিৎসার জন্য এই অত্যাধুনিক মানের নতুন ইউনিটটির উদ্বোন করা হল বলে জানান মন্ত্রী প্রদীপ মজুমদার। পাশাপাশি তিনি জানান, করোনার সময় থেকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। এর থেকে বোঝা যাচ্ছে সরকারি হাসপাতালের উপর সাধারণ মানুষের নির্ভরতা বাড়ছে। তবে রোগীর সংখ্যা দিন দিন বাড়লেও চিকিৎসকের ঘাটতির বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি ও সমস্য়া সমাধানের বিষয়ে সচেষ্ট উদ্যোগেরও আশ্বাস দেন।
এই অত্যাধুনিক মানের ট্রমা কেয়ার ইউনিট তৈরিতে প্রায় ৭০ লক্ষ টাকা ব্যায় হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত শহর দুর্গাপুরের বুক চিরে চলে গেছে জাতীয় সড়ক। যার জেরে শহরে দুর্ঘটনার ঘটনা প্রায় নিত্যদিনের বিষয়। এদিকে বেশীরভাগ ক্ষেত্রেই এই দুর্ঘটনায় আহতদের প্রথমে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও উন্নত মানের পরিষেবার অভাবের জন্য তাদের অন্যত্র স্থানান্তর করে দেওয়া হয়। আর আশঙ্কাজনক অবস্থায় আহতদের অন্যত্র নিয়ে যাওয়ার সময়ই অনেক ক্ষেত্রেই মৃত্যুর মতো দুর্ভাগ্যজনক ঘটনাও ঘটে। এবার থেকে কিছুটা হলেও সেই সমস্যার সমাধান হবে বলে মনে করছেন শহরবাসী ।