শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ- মাংস বিক্রেতার বাড়ি থেকে পচা মাংস উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের গোপালগঞ্জ এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে বৃহঃস্পতিবার রাতে বিষ্ণুপুর ফুড সেফটি ও বিষ্ণুপুর পুলিশের যৌথ অভিযানে সুমন কাইতি নামে এক মাংস বিক্রেতার বাড়ি থেকে ফ্রিজ ভর্তি পচা মাংস উদ্ধার করা হয়। পচা মাংস মজুত ও বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই মাংস বিক্রেতাকে। ধৃত মাংস বিক্রেতাকে তোলা হবে বিষ্ণুপুর মহকুমা আদালতে।
বিষ্ণুপুর শহরের গোপালগঞ্জ এলাকায় সুমন কাইতি নামে এক ব্যবসায়ীর কাটা মাংস বিক্রেতার দোকান রয়েছে। সম্প্রতি ওই মাংস বিক্রেতার বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ আসে। সেই অভিযোগ পেয়েই বৃহঃস্পতিবার রাতে ওই মাংস বিক্রেতার বাড়িতে অভিযান চালায় ফুড সেফটি ও বিষ্ণুপুর পুলিশ। অভিযানে নেমে চক্ষু চড়ক গাছ অভিযানকারী অফিসারদের৷ ব্যবসায়ীর বাড়ির মধ্যে একাধিক বড় বড় ফ্রিজ আর তাতে ঠাসা মাংস ভর্তি দেখেন তারা৷ পুলিশ ও দফতর সূত্রে জানা গেছে ফ্রিজ থেকে ৬০ কেজি পচা মাংস উদ্ধার হয়েছে। ফ্রিজ ও মাংস বাজেয়াপ্ত করা হয়েছে। মাংসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গ্রেফতার করা হয়েছে সুমন কাইতি নামে ওই মাংস বিক্রেতাকে৷ ধৃতকে শুক্রবার হাজির করা হবে বিষ্ণুপুর মহকুমা আদালতে। ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করছে বিষ্ণুপুর থানার তদন্তকারী পুলিশ।