শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ স্থানীয় কুটির ও হস্তশিল্পের প্রচার, প্রসার ও শিল্পীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে ‘এক স্টেশন এক পণ্য’ ভাবনার রুপায়িত করেছে ভারতীয় রেল। নির্দিষ্ট স্টেশনে একটি নির্দিষ্ট দোকানে মিলবে ওই এলাকার শিল্পীদের তৈরী উল্লেখযোগ্য শিল্প সামগ্রী।
‘এক স্টেশন এক পণ্যে’র দোকান তৈরী হয়েছে বাঁকুড়া স্টেশনেও। মঙ্গলবার গুজরাটের আহমেদাবাদ থেকে বাঁকুড়া স্টেশনের ২ ও ৩ নম্বর প্লাটফর্মে এই বিশেষ দোকানের ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাঁকুড়ায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার, রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা, বিধায়ক নীলাদ্রি শেখর দানা, সত্যনারায়ণ মুখোপাধ্যায় প্রমুখ। এমনকি এদিন এই দোকান থেকে পণ্য কেনেন স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকার নিজেও।
এখানে এক ছাদের তলায় মিলছে পাঁচমুড়ার তৈরী টেরাকোটা, বিকনার ডোকরা, বাঁকুড়ার কাঠের তৈরী শিল্প সামগ্রী সহ অন্যান্য জিনিসপত্র।