eaibanglai
Homeএই বাংলায়ধনতেরাসে পাণ্ডবেশ্বরবাসীকে ২৮ কোটি ৩২ লক্ষ টাকার উপহার বিধায়কের

ধনতেরাসে পাণ্ডবেশ্বরবাসীকে ২৮ কোটি ৩২ লক্ষ টাকার উপহার বিধায়কের

সংবাদদাতা,পাণ্ডবেশ্বরঃ– এবারের ধনতেরাসে পাণ্ডবেশ্বরবাসীকে ২৮ কোটি ৩২ লক্ষ টাকার উপহার দিলেন স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এদিন বহু প্রতীক্ষিত জল প্রকল্পের শিলান্যাস করলেন তিনি। এই জল প্রকল্পের ফলে এলাকার ৯টি মৌজার ১১ হাজার ২৬৩ টি পরিবার বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের সুবিধা পারেন। উপকৃত হবে বৈদ্যনাথপুর ,ডালুরবাঁধ, রামনগর,চককরলা, গোবিন্দপুর দান্য ,মহাল ও কোন্দা সহ ন টি মৌজার প্রায় ৫২ হাজার মানুষ। প্রকল্পটির জন্য ব্যায় হবে মোট ২৮ কোটি ৩২ লক্ষ টাকা। তিনটি ধাপে আগামী ১৮ মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে জানা গেছে। তবে এই প্রকল্পের সঙ্গে যুক্ত পিএইচই বিভাগের ইঞ্জিনিয়ার বিমান চক্রবর্তীর দাবি স্থানীয় মানুষ সহযোগীতা করলে আগামী এক বছরের মধ্যেই শেষ হয়ে যাবে প্রকল্পের কাজ।

জানা গেছে প্রকল্পের প্রথম ধাপে মহাল স্কুল এলাকায় বিশালাকার ওভারহেড জলের ট্যাঙ্ক তৈরি করা হবে। স্থানীয় অজয় নদী থেকে পাম্পের মাধ্যমে ওভারহেড ট্যাংকে জল নিয়ে আসা হবে এবং এই ট্যাংক থেকে পাণ্ডবেশ্বরের নয়টি মৌজার প্রত্যেকটি বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়া হবে।

প্রসঙ্গত পাণ্ডবেশ্বর জুড়ে জল সমস্যা বিগত দিনে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল।বিগত বিধানসভা ভোটের তৃণমূলের প্রার্থী তথা বর্তমান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সেই সময় কথা দিয়েছিলেন পাণ্ডবেশ্বরে মূল সমস্যা জল সমস্যার সমাধান হবে এবং আগামী ২০২৪ সালের মধ্যে প্রতিটি বাড়িতে বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে। অবশেষে ধনতেরাসের দিন জলপ্রকল্পের শিলান্যাস করে মানুষের কাছে উপহার হিসেবে তা তুলে দিলেন বিধায়ক।

এদিনের শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষা অনুভা চক্রবর্তী,সমিতির সভাপতি মদন বাউরি, পিএইচই বিভাগের ইঞ্জিনিয়ার বিমান চক্রবর্তী,পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কিরীটী মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments