সংবাদদাতা,পাণ্ডবেশ্বরঃ– প্রকাশ্যে বন্দুক নিয়ে দাপাদাপি করার অভিযোগে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে গ্রেফতার হল এক তৃণমূল কর্মী। বাজেয়াপ্ত করা হয়েছে একটি বন্দুকও। গ্রেফতার হওয়া শাসক দলের ওই কর্মীর নাম শুভজিৎ মণ্ডল। মঙ্গলবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।
প্রসঙ্গত পাণ্ডবেশ্বরের সোনপুর বাজারি এলাকায় ওই তৃণমূল কর্মীর বন্দুক নিয়ে দাপাদাপির একটি ভিডিও ভাইরাল হয়। এরপরই অস্ত্র আইনের আওতায় তাকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে রবিবার রাতে পাণ্ডবেশ্বর থানার সোনপুর বাজারি এলাকার বাউরি পাড়ায় ওই তৃণমূলের কর্মীকে প্রকাশ্যে বন্দুক নিয়ে দাপাদাপি করতে দেখা যায়। পুরোনো কোনো ঘটনার জেরে এলাকার কিছু বাসিন্দাদের সঙ্গে বচসা বাধে তার। অভিযোগ সেই সময় বন্দুক উঁচিয়ে গুলি করে দেওয়ার ভয় দেখায় শুভজিৎ মণ্ডল নামে ওই তৃণমূল কর্মী। এরপরই এলাকাবাসী শুভজিৎকে ধরে ফেলে ও তার কাছ থেকে বন্দুক কেড়ে নেয় । পরে পুলিশ খবর পেয়ে স্থানীয়দের কাছ থেকে বন্দুকটি উদ্ধার করলেও শুভজিৎ মণ্ডল পালিয়ে যায়। সোমবার দিনভর ওই ঘটনাকে নিয়ে এলাকায় চলে রাজনৈতিক তরজা। অবশেষে সন্ধ্যায় চাঁদ বাউড়ি নামে এলাকার এক ব্যক্তি পাণ্ডবেশ্বর থানায় ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই সোমবার রাতে শুভজিৎ মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। পুরো বিষয়টি নিয়ে তদন্তের জন্য মঙ্গলবার ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।