নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত একাধিক রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। সেই কাজ পরিদর্শনে গিয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ করে দিলেন খোদ বিধায়ক। ঘটনা দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপি মোড় এলাকার।
প্রসঙ্গত প্রবল বর্ষণের পর দুর্গাপুর শিল্পাঞ্চলের ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির সংস্কার কাজ ধীরে ধীরে শুরু হচ্ছে। যেমন পাণ্ডবেশ্বর ডিভিসি মোড় থেকে পাণ্ডবেশ্বর রেলগেট পর্যন্ত রাস্তাটি আগামী ৭ তারিখ কাজের পর্যবেক্ষণ হবে ও দুর্গাপুর ফরিদপুর ব্লকের কাঁটাবেরিয়া- বরগড়িয়া রাস্তাটি ৭ কোটি টাকা ব্যয়ে কাজ অবিলম্বে শুরু হবে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপি মোর হইতে হেতেডোবা পর্যন্ত রাস্তা মেরামতের কাজ। এই রাস্তার কাজ পরিদর্শনে গিয়েই কাজ বন্ধ করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
এদিন বিধায়ক বলেন, “বিগত ২৫ বছরে এমন বর্ষা এই অঞ্চলের মানুষ দেখেনি। ফলে বহু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে ধাপে ধাপে সব রাস্তা মেরামতের কাজ চলছে। মানুষের টাকায় এই কাজ হচ্ছে। সেখানে কোনওভাবেই নিম্নমানের কাজ বরদাস্ত করা হবে না। তাই আমি নিজেই কাজ বন্ধ করে দিয়েছি।”
অন্যদিকে প্রকল্পের দায়িত্বে থাকা ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান বাইরে থাকায় বিষয়টি তার জানা নেই।
এদিকে বিধায়কের কাজ বন্ধ দেওয়াই যথেষ্ঠ নয় বলে মনে করছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের একাংশের প্রশ্ন কোটি টাকার সরকারি প্রকল্পে যদি ঠিকাদার নিজেই উপস্থিত না থাকেন, তাহলে কাজের গুণগতমান নিশ্চিত করছে কে? তাই অভিযুক্ত ঠিকাদারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।