eaibanglai
Homeএই বাংলায়অজয়ের বক্ষে তৈরি হচ্ছে পার্ক ও ওয়াচ টাওয়ার

অজয়ের বক্ষে তৈরি হচ্ছে পার্ক ও ওয়াচ টাওয়ার

সন্তোষ কুমার মণ্ডল,পাণ্ডবেশ্বরঃ– দুর্গাপুরের পাণ্ডবেশ্বর ব্লকে অজয় নদের বক্ষে তৈরি হচ্ছে অত্যাধুনি পার্ক ও ওয়াচ টাওয়ার। হস্পতিবার সেই কাজের অগ্রগতির পরিদর্শন করলেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।

এই পার্ক ও ওয়াচ টাওয়ার সম্পূর্ণ তৈরি হলে পাণ্ডবেশ্বরের উন্নয়নের এক নতুন ফলক তৈরি হবে। এই ওয়াচ টাওয়ার থেকেই দেখা যাবে অজয় নদ সংলগ্ন গোটা এলাকার প্রাকৃতিক সৌন্দর্য।

পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতি, বিধায়ক তহবিল ও ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেডের আর্থিক সহযোগিতায় এই অত্যাধুনিক পার্কটি গড়ে উঠছে। আগামী দিনে পাণ্ডবেশ্বর এক প্রাকৃতিক নিদর্শন হয়ে দাঁড়াবে এই পার্ক।

এই প্রসঙ্গে পাণ্ডবেশ্বরে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “পাণ্ডবেশ্বরকে নতুন রূপ দেওয়াই আমাদের লক্ষ্য।” উন্নত পাণ্ডবেশ্বর, এগিয়ে পাণ্ডবেশ্বর এই স্লোগানকে সামনে রেখেই এই উন্নয়ন কর্মযজ্ঞ চলছে বলে এদিন জানান বিধায়ক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments