সংবাদদাতা, বাঁকুড়াঃ- রাজনীতি নয় সামাজিক কাজের অঙ্গ হিসেবেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পানীয় জলের বোতল ও কলম দিলেন বিজেপি কর্মীরা। গত ১২ তারিখ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২০। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক দলগুলি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। এর পাশাপাশি তাদের উৎসাহিত করতে কখনো জলের বোতল আবার কখনো কলম দেওয়া হয়েছে। আর সে মতেই এ দিন বিষ্ণুপুর হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পানীয় জলের বোতল ও একটি করে কলম প্রদান করল বিজেপি কর্মীরা। তবে এই কর্মসূচির সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই নিতান্তই সামাজিক কর্মসূচি হিসেবে দেখছে বিজেপি নেতা কর্মীরা । বিজেপির এই কর্মসূচি কে স্বাগত জানিয়েছেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার প্রাক্তন জেলা সভাপতি স্বপন ঘোষ বলেন, গরম পড়ে গিয়েছে তাই এখানে জলের সমস্যা রয়েছে তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জলের অভাব মেটাতে আমরা তাদের মিনারেল ওয়াটার দিলাম। এই কর্মসূচির সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বলেন, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের জল দেওয়া হল এতে আমরা অত্যন্ত খুশি।