সংবাদদাতা, বাঁকুড়া :-
বাঁকুড়া ২০ নম্বর ওয়ার্ডের বুলুর বাঁধ এলাকায় চার বছরের এক শিশু কন্যাকে শারীরিক নির্যাতন ও যৌন নিগ্রহের করার অভিযোগ উঠলো ১৭ বছর বয়সী এক নাবালক এর বিরুদ্ধে।

আজ বিকালে চকলেট খাওয়ানোর নাম করে নিয়ে যায় এক নবনির্মিত অসমাপ্ত অন্ধকার বাড়ির ভিতরে। ওই বাড়ির ভেতরে নিয়ে গিয়ে চলে শিশুর উপর মানসিক এবং শারীরিক যৌন নির্যাতন। কোনরকম শিশুটি ওই নাবালকের হাত থেকে বেঁচে বাড়িতে এসে তার বাড়িতে ঠাকুমাকে ঘটনা সম্পর্কে বিবরণ দেয়।

তড়িঘড়ি ঠাকুরমা পাড়া-প্রতিবেশিকে জানালে কিছুক্ষণের মধ্যেই ১৭ বছর বয়সী ওই নাবালককে ধরে ফেলে এলাকার স্থানীয় বাসিন্দারা। খবর দেয়া হয় বাঁকুড়া সদর থানায়।

সদর থানায় পুলিশ গিয়ে ওই নাবালককে রাতেই উদ্ধার করে বাঁকুড়া সদর থানায় নিয়ে আসে। শিশুটির পরিবার লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্ত নাবালকের বিরুদ্ধে। কি করে এই ঘৃণ্য অপরাধ করলো ওই নাবালক সেই নিয়ে তদন্ত চালাচ্ছে বাঁকুড়া সদর থানার পুলিশ।