সঞ্জীব মল্লিক , বাঁকুড়া : গত ১৪ ই জুলাই থেকে চলছে অরণ্য সপ্তাহ পালন । আর সেই মত সারা রাজ্য জুরে চলছে অরণ্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচী । এবার সোনামুখী বনদপ্তর আরও একধাপ এগিয়ে গেল । সোনামুখী বনদপ্তরের উদ্যোগে এবার সাধারন মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে চারা গাছ । বিশ্বের তাপমাত্রা ক্রমেই বেড়ে চলেছে । তাছাড়া এবার দক্ষিণ বঙ্গে দু- এক ফসলা বৃষ্টি ছাড়া সেই অর্থে এখনও বর্ষার আগমন ঘটেনি । আর তাই পরিবেশকে বাঁচাতে বনদপ্তরের এই চারাগাছ বিতরণে খুশি সোনামুখীবাসি । সোনামুখী রেঞ্জ অফিসার দয়াল চক্রবর্তী বলেন , ইতিমধ্যেই আমরা ১০ হাজার চারাগাছ বিতরণ করেছি । মাথাপিছু পাঁচটি করে চারাগাছ সকলের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং এর পাশাপাশি কোন ক্লাব বা স্কুল , কলেজকে ১০০ টি করে চারাগাছ দেওয়া হচ্ছে । হাতে চারাগাছ পেয়ে খুশি সোনামুখীবাসিও ।