সংবাদদাতা, আসানসোল:- সামনেই লোকসভা নির্বাচন। তাই এলাকায় বহিরাগতদের আনাগোনা নিয়ে এবার সক্রিয় ভূমিকায় রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ। বুধবার দিন সকালে ও বিকালে রূপনারায়ানপুর ও আল্লাডি মোড়ে পুলিশের আচমকা নাকা তল্লাশি দেখতে পাওয়া গেলো। হেলমেট বিহীন মোটর সাইকেল ও দুজন আরোহী নিয়ে মোটর সাইকেল চালকদের ধরে পুলিশ। তাছাড়া ঝাড়খণ্ড থেকে আগত মোটর সাইকেল গুলির কাগজপত্র ক্ষতিয়ে দেখা হয়। যারা গাড়ির কাগজপত্র দেখাতে পারেনি তাদের নিয়ে যাওয়া হয় রূপনারায়ানপুর পুলিশ ফাঁড়িতে। সেখানে তাদের গাড়ির কাগজ পত্র দেখে ফাইন হয় বলে জানা যায়। এদিন নাকা তল্লাশি অভিযানে নিজে উপস্থিত ছিলেন রূপনারায়ানপুর ফাঁড়ির আধিকারিক নাসরিন সুলতানা। এদিন তিনি রাস্তায় মোটর সাইকেল চালকদের হেলমেট পরে গাড়ি চালানোর জন্য তিনি অনুরোধ করেন। তিনি বলেন, “দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে হলে নিজেকে সচেতন হতে হবে।” পুলিশের তল্লাশিতে খুশি এলাকার মানুষজন।