সংবাদদাতা,আসানসোল:- লোকসভা নির্বাচনের আগে বিজেপি পশ্চিমবঙ্গে নিজেদের শিকড় আরও মজবুত করতে একটি বড় পদক্ষেপ নিয়েছে। বিজেপির সেই পদক্ষেপ হল বাংলাকে রামময় করা। ভগবান শ্রী রামের দর্শনের জন্য প্রায় ১৪০০ জন কর সেবককে অযোধ্যায় নিয়ে যান হাওড়া থেকে একটি বিশেষ ট্রেনের মাধ্যমে অযোধ্যায় পাঠানো হয়েছে। বুধবারও বিজেপি তার ১৪০০ জন কর্মীকে আস্থা স্পেশাল ট্রেনের মাধ্যমে অযোধ্যা রামালালা পরিদর্শনে পাঠানো হয়। এই ট্রেন বুধবার রাতে আসানসোল স্টেশনে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি পতাকা দেখান। সেই সময় জয় শ্রী রামের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা স্টেশন চত্বর।ভগবান শ্রী রামের দর্শনে অযোধ্যায় যাওয়া বিজেপি সমর্থকরা গর্বের সঙ্গে বলেন, আজ তারা তাদের স্বপ্ন পূরণ করবেন। তারা অনেকেই বলেন আমরা যাচ্ছি অযোধ্যায়, রামালালার দর্শন করবো।
বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, বিজেপির পরিকল্পনা রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে অযোধ্যায় ভগবান শ্রী রামের দর্শন করাতে। যে ভক্তই চান রামলল্লার দর্শন করতে অথচ আর কোনো কারণে তিনি অযোধ্যায় যেতে পারছেন না, এমতাবস্থায় বিজেপি তাদের সাহায্য করবে। অযোধ্যায় শ্রী রামলালার দর্শনের ব্যবস্থা করবে। বাংলাকে সম্পূর্ণ রামময় করতে বাকি ঘাটতি পূরণ করতে যা ২২ জানুয়ারি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের মিছিলের কারণে পূরণ করতে পারেনি, সে লোকসভা নির্বাচনের আগে বিজেপির এই পদক্ষেপ।
এমন পরিস্থিতিতে বিজেপির এই পরিকল্পনা বাংলার তৃণমূল শিবিরে ধাক্কা দিতে কাজ করবে। এছাড়া ওয়াকিবহাল মহল মনে করছে যে প্রভু শ্রী রাম একটি নতুন শক্তি এবং উদ্দীপনা পূরণ করতে কাজ করবেন বিজেপি সমর্থকদের মধ্যে যার প্রত্যক্ষ প্রভাব লোকসভা নির্বাচনে দেখা যাবে । অন্যদের মধ্যে ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।