eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরের রাস্তায় বাঘরোল, উদ্ধারে গিয়ে জখম দুই

দুর্গাপুরের রাস্তায় বাঘরোল, উদ্ধারে গিয়ে জখম দুই

সংবাদদাতা, দুর্গাপুর:- দুর্গাপুর শিল্পাঞ্চল এখনও যে পশু,পাখি ও বন্যপ্রাণীদের জন্য আদর্শ বাসস্থান তার প্রমাণ আবারো পাওয়া গেল। প্রকাশ্য দিবালোকে দেখা গেল বিলুপ্তপ্রায় প্রজাতির বাগরোল । দুর্গাপুর শিল্পাঞ্চলের একাধিক জায়গায় আগে ধরা পড়েছে পূর্ণবয়স্ক সজারু। এবার প্রকাশ্য দিবালোকে দেখা গেল এক পূর্ণবয়স্ক বাগরোলেঅ।

রাস্তায় বসে বাগরোল। অসুস্থ ভেবে অনেকে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়লো। উদ্ধার করতে এসে বাগরলের কামড়ে আক্রান্ত হতে হল বনদপ্তরের কর্মীকে আক্রান্ত হলো আরও এক স্থানীয় যুবক। হইচই পড়ে গেল এলাকা জুড়ে। বৃহস্পতিবার বেলা ১১ টা নাগাদ দুর্গাপুরের সিটি সেন্টার লাগোয়া কলাবাগান বস্তি হয়ে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তার মাঝে বসে বাঘরোল। বাইক এবং চারচাকা থামিয়ে এই বন্য প্রাণীটিকে দেখতে ভিড় জমান অনেকে। স্থানীয়রাও ভিড় জমান। খবর দেওয়া হয় দুর্গাপুর বনবিভাগে। বনদপ্তরের কর্মীরা জাল ফেলে বাগরোলটিকে ধরার চেষ্টা করে। তখনই বনদপ্তরের কর্মী পঙ্কজ রায়ের হাতে কামড় বসায় ওই বাগরোলটি। ধারালো নখের আচড়ে হয় স্থানীয় এক উদ্ধারকারী যুবক রাহুল বাউড়িও। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় বনদপ্তরের জালে ধরা পড়ে। বনদপ্তরের কর্মী পঙ্কজ রায় বলেন,”এই জঙ্গলে বিলুপ্তপ্রায় বহু বন্যপ্রাণী রয়েছে। তাঁরা খবর পেয়ে বাগরোলটিকে উদ্ধার করতে আসেন। উদ্ধার করতে গিয়ে তিনি এবং স্থানীয় এক যুবক জখম হন বাঘরোলের কামড়ে এবং ধারালো নখে। কোনক্রমে উদ্ধার করে বনবিভাগে নিয়ে যান। বাঘরোলটি অসুস্থ কিনা শারীরিক পরীক্ষা করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments