নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের বৈঠকে ইপিএস-৯৫ পেনশন সংক্রান্ত কোনও আলোচনা না হওয়ায় বিক্ষুব্ধ পেনশনভোগীদের দিল্লি পুলিশ দ্বারা গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার দুর্গাপুরে “ধিক্কার দিবস” পালন করলো ন্যাশনাল এজিটেশন কিমিটি, পশ্চিমবঙ্গ শাখা। এদিন পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার বিক্ষুব্ধ ইপিএস-৯৫ পেনশনভোগীরা একত্রিতভাবে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন সকালে ইপিএস-৯৫ ন্যাশনাল এজিটেশন কিমিটি, পশ্চিমবঙ্গ শাখার ছত্রছায়ায় মৌন মিছল করে দুর্গাপুরের ইপিএফ অফিসের সামনে পৌঁছন বিক্ষুব্ধ পেনশনভোগীরা। সেখানে বিক্ষোভ প্রদর্শনের পর একটি স্মারকলিপিও জমা দেন তারা।
আন্দোলনকারী পেনশনভোগীরা জানান ইপিএফ অফিসের আধিকারিক সহায়ক ভবিষ্যনিধি আয়ুক্ত কৌশিক রায়কে স্মারকলিপি প্রদানের পাশাপাশি দিল্লিতে কমান্ডার অশোক রাউতের কলার ধরে হেনস্তা ও অন্যান্য নেতৃত্বকে হেনস্থা করার ছবি দেখানো হয় এবং সেই ছবি দেখে উষ্মা প্রকাশ করেন তিনি। পাশাপাশি তিনি আন্দোলনরত পেনশনভোগীদের আশ্বস্ত করে জানান যে, পেনশন বৃদ্ধির কাজ ধীর গতিতে হলেও চলছে এবং আগামী নির্বাচনের আগে এর ফল দেখা যাবে।
প্রসঙ্গত নূন্যতম পেনশন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এমপ্লইজ প্রভিডেন্ট ফান্ড বা (EPFO)-র পেনশন যোজনা EPS-95-এর অন্তর্গত পেনশনভোগীরা।
উল্লেখ্য যে সকল কর্মচারীর বেতন ও ডিএ মিলিয়ে ১৫,০০০ টাকা বা তার কম হয়, তারা EPS পেনশন পাওয়া যোগ্য বলে বিবেচিত হন।