সংবাদদাতা মুর্শিদাবাদ:- দেশব্যাপী শোরগোল ফেলে দেওয়া সিএবি ও এনআরসির বিরুদ্ধে মুর্শিদাবাদের বেলডাঙ্গা স্টেশন চত্বরে একদল বিক্ষুব্ধ জনতা শুক্রবার প্রতিবাদের নামে রণক্ষেত্রে পরিণত করে গোটা এলাকাকে। যথেচ্ছ ভাঙচুর অগ্নিসংযোগ আর ট্রেন আটকে বিক্ষোভ দেখাতে থাকে। এখানেই শেষ নয় ঘটনার খবর পেয়ে বেলডাঙা থানার পুলিশ ছুটে এলে। ওই উত্তেজিত জনতার একাংশ পুলিশের ভ্যান লক্ষ্য করে ও ব্যাপক ভাঙচুর চালায়। বাল চুল চলে স্থানীয় বিডিও অফিসেও। পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনায় এক পুলিশ কর্মী গুরুতর জখম হন। এখানেই শেষ নয় বেলডাঙা ৩৪ নম্বর জাতীয় সড়কের বড়ুয়া রাস্তা অবরোধ করেও শুরু হয় বিক্ষোভ ।ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয় । এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।