সংবাদদাতা,পুরুলিয়াঃ- সম্প্রতি বেসরকারি একটি বাংলা চ্যানেলে অনুষ্ঠিত সঙ্গীতমূলক জনপ্রিয় রিয়েলিটি শো “সোনার জলসাঘর”-এ চ্যাম্পিয়ান হয়েছে পুরুলিয়া মানবাজারের স্বপন সুব্রত হাইস্কুলের পড়ুয়া দুই খুদে শিল্পী সাগ্নিক সুপকার ও তিয়াসা হালদার। এই খুদে “রকস্টার জুটি” এখন শুধু পুরুলিয়া নয় বরং বাংলার গর্ব হয়ে উঠেছে। নতুন প্রজন্মের এই দুই তারকার একের পর এক রকিং পারফরম্যান্স রিয়েলিটি শোর মঞ্চ মাতিয়েছে। মূলত সাগ্নিকের গিটার আর তিয়াসার কণ্ঠের মিশ্রণে মনোমুগ্ধকর পরিবেশনা বাংলার মানুষের মন জয় করে নিয়েছে।
অল ইন্ডিয়া ইউথ কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের উদ্যেগে খুদে শিল্পী সাগ্নিক সুপকারকে সংবর্ধনা জানানো হলো। এদিন কাউন্সিলের পক্ষ থেকে মানরত্ন শিরোপা সম্মান জানানো হয়। কাউন্সিলের চেয়ারম্যান অমরেশ দত্ত উত্তরীয়, মানপত্র, পুষ্পস্তবক, মিষ্টির প্যাকেট তুলে দেন খুদে শিল্পীর হাতে।
অল ইন্ডিয়া ইউথ কাউন্সিলের চেয়ারম্যান অমরেশ দত্ত বলেন, “জি বাংলা সোনার চ্যানেলের “সোনার জলসাঘর”-অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হয়েছে সাগ্নিক ও তিয়াসা, এতে আমরা খুবই আনন্দিত ও গর্বিত। এই “রকস্টার জুটি’র” উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
সাগ্নিক বলে,”চ্যাম্পিয়ন হতে পেরে খুবই ভালো লাগছে। আমাদের ভালোবাসা ও আশীর্বাদ জানানোর জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।”
এদিকে ছেলের এই সাফল্যে গর্বিত বাবা সুমিত সুপকার ও মা রানু সুপকার। “সুমিত বলেন, সাগ্নিক ও তিয়াসা বিগত পাঁচ মাস ধরে যে ভাবে লড়াই করে চ্যাম্পিয়ান হয়েছে তাতে আমরা খুবই আনন্দিত।”
অন্যদিকে ভবিষ্যতে গান বাজনা বা সুরের সাধনাই তার একমাত্র লক্ষ্য বলে জানায় পুরুলিয়ার গর্ব এই খুদে শিল্পী।


















