eaibanglai
Homeএই বাংলায়সোনার দোকানে ডাকাতির ঘটনায় সুরক্ষা ব্যাবস্থা নিয়ে প্রশ্ন,বৈঠক থানায়

সোনার দোকানে ডাকাতির ঘটনায় সুরক্ষা ব্যাবস্থা নিয়ে প্রশ্ন,বৈঠক থানায়

সংবাদদাতা, জামুড়িয়া:- ইদানিং যেভাবে সোনার দোকানে ডাকাতির ঘটনা বেড়ে চলেছে তাতে নিরাপত্তার অভাবে ভুগছে ছোটো থেকে বড় ব্যবসায়ী। আসানসোলের রানিগঞ্জ ও হাওড়ার ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনায় সুরক্ষা ব্যাবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন ব্যবসায়ী মহলে।

এই নিরাপত্তা ব্যবস্থা কে আরও জোরদার করার জন্য বৃহস্পতিবার জামুড়িয়া থানায় এলাকার সমস্ত সোনার দোকানদার,পেট্রল পাম্প আধিকারিক,ব্যাংকের ম্যানেজার সহ বিভিন্ন ছোট বড় ব্যাবসায়ী দের নিয়ে এক বৈঠক করা হল জামুড়িয়া থানায়।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সি আই সুসান্ত চ্যাটার্জী, জামুড়িয়া থানা আধিকারিক রাজশেখর মুখার্জী, শ্রীপুর ফাঁড়ি আই সি মেঘনাদ মন্ডল, চুরুলিয়া ফাঁড়ি আইসি শিতল নাগ, সাব ইন্সপেক্টর মিহির কুমার দে, শির্ষেন্দু দাস, সান্তুনু অধিকারী, চরন বাউরী, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন সম্পাদক তথা বর্তমান চেম্বারের পরামর্শদাতা অজয় খৈতান, চেম্বারের বর্তমান সম্পাদক মহেশ সাওয়াড়িয়া,জামুড়িয়া স্টিল অয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি পবন কুমার আগারওয়ালসহ এলাকার ব্যাংক ম্যানেজার, পেট্রল পাম্প মালিক, স্বর্ন ব্যাবসায়ীরা।

বৃহস্পতিবার এই মিটিং চলাকালীন শ্রীপুর ফাঁড়ি আধিকারিক মেঘনাদ মন্ডলকে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। তিনি রানিগঞ্জের সেনকো গোল্ড সোনার দোকানে ডাকাতির দিনে নিজের জীবন বাজী রেখে ডাকাতদলের সাথে একাই গুলির লড়াই করে তাদের পালাতে বাধ্য করে এক বিশাল সাফলতা পেয়েছ আসানসোল দুর্গাপুর পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments