eaibanglai
Homeএই বাংলায়মালদহ,মুর্শিদাবাদের একাধিপত্যে ভাগ বসিয়েছে বাঁকুড়ার আম্রপালি দিল্লীর 'ম্যাঙ্গো ফেস্টিভ্যালে'

মালদহ,মুর্শিদাবাদের একাধিপত্যে ভাগ বসিয়েছে বাঁকুড়ার আম্রপালি দিল্লীর ‘ম্যাঙ্গো ফেস্টিভ্যালে’

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ- অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন কম, তার মধ্যেও দিল্লীর ‘ম্যাঙ্গো ফেস্টিভ্যালে’ পাড়ি দিচ্ছে ‘বাঁকুড়ার আম’। আগামী ১৬ জুন দিল্লীতে শুরু হওয়া এই মেলায় জেলায় উৎপাদিত ‘আম্রপালি’ সহ বিভিন্ন জাতের ৭ মেট্রিক টন আম যাবে বলে জেলা উদ্যান পালন দপ্তর সূত্রে জানানো হয়েছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরে আমের বাজারে মালদহ ও মুর্শিদাবাদের একাধিপত্যে ভাগ বসিয়েছে বাঁকুড়া জেলার আম্রপালি। সঙ্গে হিমসাগর, ফজলি, বেগুনফালি আমের সঙ্গে স্বাদে গন্ধে সমানে সমানে টক্কর দিচ্ছে বাঁকুড়ার আম্রপালি। কিন্তু চলতি মরশুমে আবহাওয়ার খামখেয়ালিপনায় আম উৎপাদনে যথেষ্ট ঘাটতি থাকলেও জেলা ও রাজ্যের চাহিদা মিটিয়ে ভীন রাজ্যের আম প্রেমীদের রসনা তৃপ্তির উদ্যোগ নিয়েছে রাজ্য উদ্যান পালন দপ্তর। আর সঙ্গে দিল্লীর ‘ম্যাঙ্গো ফেস্টিভ্যালে’ সেরার সেরা স্থান ধরে রাখার চ্যালেঞ্জ তো আছেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments