শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ- মাসিক ভাতা বৃদ্ধি সহ মোট পাঁচ দফা দাবীতে বাঁকুড়ার রাইপুর ব্লকের বিডিও অফিসে আজ আছড়ে পড়ল এলাকার বিভিন্ন স্কুলে মিড ডে মিল রান্নার কাজে কর্মরত কর্মীরা। আজ দুপুরে মিড ডে মিল কর্মীরা মিছিল করে বিডিও অফিসে বিক্ষোভ দেখান। মাসিক ভাতা বৃদ্ধির দাবী পূরণ না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন মিড ডে মিল কর্মীরা।
সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলার রাইপুর ব্লকেও ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন স্কুলে মিড ডে মিল রান্নার কাজ করে আসছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এই মহিলারা স্কুলের পড়ুয়ার সংখ্যা অনুযায়ী ভাতা পান। সরকারী নিয়মে স্কুলে ১ থেকে ২৫ জন পড়ুয়া থাকলে সেক্ষেত্রে সারা মাস মিড ডে মিল রান্না করার জন্য বরাদ্দ মাত্র ১৫০০ টাকা। স্কুলে পড়ুয়ার সংখ্যা ২৬ থেকে ১০০ জন থাকলে সেক্ষেত্রে মাসিক বরাদ্দ বেড়ে হয় ৩০০০ টাকা। আন্দোলনকারী স্বনির্ভর দলের সদস্যাদের দাবী এই সামান্য টাকা ভাতার বিনিময়ে সারা মাস মিড ডে মিল রান্না করা তাঁদের পক্ষে কার্যত অসম্ভব হয়ে পড়ছে। তাই দ্রুত ভাতা বৃদ্ধির দাবীতে বাধ্য হয়ে সরব হয়েছেন মিড ডে মিল রান্নার সাথে যুক্ত মহিলারা। ভাতা বৃদ্ধির দাবী জানানোর পাশাপশি আন্দোলনকারীরা সরকারি কর্মী হিসাবে স্বীকৃতি, পুজোর সময় বোনাস প্রদান সহ আরো চারটি দাবী জানান বিক্ষোভকারীরা।